Wednesday, October 12, 2016

বারাসতের কিশলয় হোমের আবাসিকদের পুজো রঙিন করল পুলিশ

 রাস্তার দু’ধারে কাশফুলের বন আর আকাশে পেঁজা তুলোর মেঘ৷ তার মধ্যে দিয়েই ছুটে চলেছে বাস৷

 

বাসের জানলা দিয়ে আবাক দৃষ্টিতে এই অপরূপ দৃশ্যের দিকে তাকিয়ে এক দল কুঁচোকাঁচা৷ “কী সুন্দর মেঘ…”৷ “রাস্তার পাশেও কত প্যান্ডেল..”৷  “দারুণ মজা হচ্ছে!”


হবেই তো৷ কারণ ওদের জগৎ চার দেওয়ালের মধ্যে৷ সারা বছর কুড়ি ফুট উচু পাঁচিলে ঘেরা হোমের মধ্যেই ওদের দিনরাত একাকার৷ সারা বছরই পড়শোনা, খেলাধুলা ও অন্যান্য কাজ নিয়ে মেতে থাকলেও পুজোর সময় ঢাকে কাঠি পড়তেই ওদেরও মন কেমন করে৷ পুজো মণ্ডপের থেকে ভেসে আসা মাইকের আওয়াজ ওদের কানেও আসে৷ রাতভর রাস্তা দিয়ে গাড়ির আওয়াজ আর মানুষের গুঞ্জন শুনে ওরাও বুঝতে পারে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে৷ কারও বয়স ছয়, কারও দশ, কারও আবার ষোলো৷ ওরা উত্তর ২৪ পরগনার বারাসতের কিশলয় ও মধ্যমগ্রামের নিজলয় হোমের আবাসিক৷ দুর্গাপুজোর সময় হোমের বড় বড় পাঁচিলের বাইরের জগৎটা যে একেবারে অন্যরকম সেটা তারা জানে৷ দেখার ইচ্ছেও খুব৷ কিন্তু প্রতিবছরই আইনের বেড়াজাল বাধা হয়ে দাঁড়ায় ওদের সামনে৷ তবে এবারের পুজোয় যেন সব পালটে গেল৷


অষ্টমীর সকালে উঠেই স্নান করে প্রত্যেকে সেজেগুজে ‘রেডি’৷ দুপুরে খাওয়া দাওয়া, তার পর বড় বাসে চেপে বেড়িয়ে পড়া৷ ঠাকুর দেখতে৷ কাছে পিঠে নয়, দূরে৷ বারাসত ও মধ্যমগ্রাম ছেড়ে দু’ধারে কাশ ফুলের মহড়ার মধ্যে দিয়ে সেই বাস ওদের নিয়ে গেল সুদূর বনগাঁয়৷ কিশলয় ও নিজলয় হোমের আবাসিকদের এবছরের পুজোকে এমনই রঙিন করে তুলেছে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ৷ এই দুই হোমের আবাসিকদের বাসে করে হাবড়া ও বনগাঁর পুজো দেখানোর আয়োজন করে তারা৷ প্রায় দু’শোর বেশি কুঁচোকাঁচাদের, দুই ভাগে অষ্টমী ও নবমীর দিন প্রথমে জেলা পুলিশ লাইনে খাওয়ার ব্যবস্থা করা হয়৷ তারপর বাসে করে পুজো পরিক্রমা৷ সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়-সহ দুই হোমের আধিকারিকরা৷


কিশলয় হোমের সুপার মলয় চট্টোপাধ্যায় বলেন, “এর আগে কয়েকবছর বাচ্চাদের নিয়ে বারাসতের কয়েকটা পুজো দেখানো হয়েছে৷ ওদের নিরাপত্তার ব্যাপার থাকে৷ তাই বেশি দূরে কোথাও যাওয়া যায় না৷ তবে বাসে করে ওদের ঠাকুর দেখতে যাওয়া এই প্রথম৷ জেলা পুলিশের জন্যই এই অসম্ভব কাজটা সম্ভব হয়েছে৷ বাচ্চারা খুব আনন্দ করেছে৷” অষ্টমী ও নবমীতে হাবড়া ও বনগাঁর বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখে এই কুঁচোকাঁচারা৷ উত্তর ২৪ পরগনায় দুর্গাপুজোয় বিখ্যাত বনগাঁর বড় বড় পুজো দেখে একেবারে তাক লেগে যায় তাদের৷


কেউ বলল, “এত বড় প্যান্ডেল, এত বড় ঠাকুর আগে দেখিনি কখনও৷” আবার কেউ বলে, “বাসের থেকে আকাশটা কত সুন্দর লাগছিল, আমাদের হোম থেকে তো এত সুন্দর লাগে না৷” জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “হোমের ছেলে ও মেয়েরা তো পুজোর সময় এই সুযোগটা পায় না৷ তাই আমরা চেয়েছিলাম ওদের পুজোটা একটু ভাল করে দেখাতে৷ পুলিশের যে সামাজির দায়িত্ব সেটাই একটা ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা পালন করার চেষ্টা করেছি৷ বাচ্চারা যে আনন্দ করেছে এটাই আমাদের প্রাপ্তি৷”


Source: Sanbad Pratidin


Wednesday, August 24, 2016

রণক্ষেত্র বারাসত স্টেডিয়াম, রেফারিকে ফেলে মারলেন সেনা ফুটবলাররা

 লাতিন আমেরিকার দেশগুলিতে হামেশাই এমন ঘটনা ঘটে৷ ব্রাজিল, আর্জেন্তিনা, পেরু, বলিভিয়ার মতো দেশগুলিতে স্থানীয় ক্লাব ফুটবলে খেলার মাঠে হাতাহাতি-মারামারি গড়পরতা বিষয়৷ দুই দলের ফুটবলারদের মধ্যে মারামারি গড়ায় ড্রেসিং রুম পর্যন্ত৷ তাতে কর্তাব্যক্তিরাও যোগ দেন৷ হিংসা ছড়ায় গ্যালারির দর্শকদের মধ্যেও৷ পরে বোমাবাজি, গুলিবৃষ্টি, দাঙ্গার আখার নেয় তা৷ একবার তো রেফারিই নিজেই পকেট থেকে রিভলবার বের করে ফুটবলারকে গুলি মেরে দিয়েছিল৷ আফ্রিকা, মধ্য প্রাচ্যের দেশগুলিতে ফুটবল ম্যাচে হিংসার বলি হয়ে ফি বছর মারা যান বহু মানুষ৷


কিন্তু এসবই তো বহির্বিশ্বের ঘটনা৷ তা নিয়ে শহরবাসীর মাথাব্যাথা কী? তবে মঙ্গলবার কলকাতা ফুটবল লিগের একটি ফুটবলে ম্যাচে যা হল তা এই দেশগুলির ঘটনারই সমান৷


এরিয়ান বনাম আর্মি একাদশের ম্যাচ ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন৷ তাও গ্যালারিতে নয়, একেবারে মাঠের মধ্যেই শুরু হয়ে যায় মারামারি-হাতাহাতি৷ চলতি কেন, কলকাতা লিগে এমন দৃশ্য এর আগে চোখে পড়েনি৷


সেনা দলের তরফে অভিযোগ, প্রথম থেকেই এরিয়ানকে টেনে খেলাচ্ছিলেন কোচ৷ এরিয়ানের ডাগআউট ও সমর্থকদের দিক থেকে সেনাদের তাক করে লাগাতার গালিগালাজ ভেসে আসছিল৷ রেফারিকে সে কথা জানালেও তিনি তা কানে নেননি৷ ঘটনা চরম পর্যায়ে পৌঁছয় ম্যাচের শেষ দিকে৷ তখন খেলার বয়স ৮৯ মিনিট৷ কোনও পক্ষই তখনও গোলের মুখ খুলতে পারেনি৷


এরিয়ানের পরিবর্ত নামার জন্য সময় নষ্ট হচ্ছিল৷ তখনই রেফারি অজিত দত্তর বিরুদ্ধে তোপ দাগেন সেনা দলের কোচ বিবি কার্কি ও কোচিং স্টাফরা৷ কার্কির অভিযোগ, রেফারির সঙ্গে কথা বলতে গেলে তিনি কোচকে ধাক্কা মারেন৷ রেগে গিয়ে সেনা দলের ফুটবলাররা রেফারিকে মারতে শুরু করেন৷ সেনাদের ক্ষোভের হাত থেকে রক্ষা পাননি চতুর্থ রেফারি উত্তম সরকারও৷ এমনকী রেফারিকে মাটিতে ফেলে পেটানো হয়৷ রেফারির গায়ে হাত তোলার ঘটনা স্বীকার করে নিয়েছেন কোচ৷ গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ৷


গোটা ঘটনা ইতিমধ্যেই আইএফএ-এর কানে পৌঁছেছে৷ আইএফএ-এর তরফে জানানো হয়েছে, রেফারির রিপোর্ট ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে৷


Source: Sanbad Pratidin

Monday, March 28, 2016

বারাসতে কিশোরী ভলিবলার সঙ্গীতা আইচের ঘটনায় উদ্বেগ বাড়ছে ক্রীড়ামহলে

 দিনের আলোয় বারাসতে কিশোরী ভলিবলার সঙ্গীতা আইচের খুনের পর রাজ্যের ক্রীড়ামহলে ঘুরে ফিরে আসছে নানা শঙ্কার স্রোত৷ অন্য খেলার কর্তা ও কোচদের মনেও পড়ছে তাঁর প্রভাব৷ যে খেলাগুলোয় ছেলে ও মেয়েদের জাতীয় মিট এক সঙ্গে হয় , সেখানেই প্রেমের ঘটনা বেশি৷ প্রেমের পাশে চলছে নাটকও৷ রাজ্যের উদীয়মান মেয়ে অ্যাথলিট বাড়ি যাওয়ার নাম করে ক’দিন আগে গোটা রাত কাটালেন বর্ধমান স্টেশনে৷ বাড়ির লোক জানতেই পারলেন না৷ কোচ জানার পর মেয়েটিকে চেপে ধরতেই সেই অ্যাথলিটের পরিষ্কার জবাব আসে , ‘আপনি কোচ৷ আমার ব্যক্তিগত বিযয়ে নাক গলাতে পারেন না৷ ’ কোচের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাথলিটের দূরত্ব বেড়ে যায়৷ পরে বাড়ির লোককে জানানো হলে , আলোচনার মাধ্যমে তা ধামাচাপা পড়ে৷



দেওঘরে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স মিটে নিজের ইভেন্ট ছেড়ে প্রেমিক দাঁড়িয়ে ছিলেন প্রেমিকা অ্যাথলিটকে উত্সাহ দিতে৷ বাংলা টিমের ম্যানেজার তাকে গরু খোঁজার মতো খুঁজে যাচ্ছিলেন৷ ম্যানেজার গিয়ে দেখেন , নিজের ইভেন্ট ছেড়ে প্রেমিকার পাশে সেই প্রেমিক অ্যাথলিট৷ পনের বছর আগে জাতীয় গেমসে একজন কোচ সেখানেই বিয়ে করেছিলেন এক খেলোয়াড়কে৷ তা জানাজানি হওয়ার পর সেই কোচ মেয়ে ম্যানেজারকে রীতিমতো হুমকি দিয়েছিলেন৷ পরে সেই ঘটনার জন্য কোচকে নির্বাসনে পাঠানো হয়েছিল৷ এখনও তাই হচ্ছে৷


কেন এই সমস্যা ? কর্তারা যা বলছেন , তাতে প্রধান সমস্যা একটাই৷ মেয়েদের টিমের সঙ্গে সবসময় মেয়ে ম্যানেজার দেওয়া যায় না৷ টিম নিয়ে যেতে হয় কোনও ছেলে কর্তাকে৷ দ্বিতীয়ত , ৫০ জন টিমের সদস্যদের দেখভালের জন্য থাকেন মাত্র দু’জন ম্যানেজার , দু’জন কোচ৷ কোচের কাজ যদিও মাঠে৷ ফলে এক দঙ্গল ছেলে -মেয়েকে সামলানোর জন্য দু’জন ম্যানেজার যথেষ্ট নয়৷ অনেক সময় প্রতিযোগীর মা ’কে ম্যানেজার করে দেওয়া হয়৷


রাজ্যের ক্রীড়া কর্তারা গাফিলতির কথাটা মেনে নিচ্ছেন৷ রাজ্য অ্যাথলেটিক্সের সচিব কমল মৈত্র বললেন , ‘ঘটনা ঘটে না তা নয়৷ আমাদের সমস্যা হচ্ছে , লোকবল নেই৷ টাকা নেই৷ দেখভালের জন্য দুটো লোককে বেশি পাঠাতে পারলে সত্যি সুবিধে হয়৷ ফলে ঠিকমতো নজরদারি থাকে না৷ লোক বাড়াতে পারলে সত্যি ভালো হত৷ ’ রাজ্য সাঁতার সংস্থার প্রেসিডেন্ট রামানুজ মুখোপাধ্যায়ের কথায় , ‘চিন্তাটা বেড়ে গেল৷ আমাদের ম্যানেজারদের আরও সতর্ক থাকতে হবে৷ এটা সত্যি , ৫০ জনের টিমের জন্য দু’ জন ম্যানেজার যথেষ্ট নয়৷ ফলে , খেলোয়াড়দের সঙ্গে আমাদের আরও বন্ধুর মতো মিশতে হবে৷ তা হলে মারাত্মক ঘটনা থেকে দূরে রাখা যাবে৷ ’


নির্বাচনে ব্যস্ত রাজ্য ভলিবল সংস্থার সচিব পল্টু রায়চৌধুরীর৷ বললেন , ‘শনিবার মেয়েটির বাড়ি গিয়েছিলাম৷ শুনে অবাক হচ্ছি , মেয়েটির পরিবার পুলিশকে জানিয়েছিল৷ কিন্ত্ত আমাদের একবারও জানায়নি৷ জানালে হয়তো ঘটনাটি এড়ানো যেত৷ অন্য ভাবে চিন্তা করা যেত৷ ’ তাঁরও চিন্তাও বাড়ছে৷ বললেন , ‘ভোট মিটলে সত্যি আলোচনা করে দেখতে হবে৷ ’ এই ধরনের সমস্যা হয় টেবল টেনিস , ব্যাডমিন্টন এবং দাবাতেও৷ টিটি সংস্থার সচিব দেবীপ্রসাদ বসুও প্রমাদ গুনছেন৷ বললেন , ‘খেলার পাটর্নার থেকে জীবনের পার্টনার হতেই পারে৷ বাংলায় সবচেয়ে বেশি টিটি দম্পতি৷


জীবনে সবচেয়ে সুখী তাঁরা৷ কোনও দিন এঁদের সম্পর্কে কিছুই শুনিনি৷ কিন্ত্ত বোধহয় সতর্ক হওয়ার সময় হয়েছে৷ বারাসতের ঘটনা বিছিন্ন বলে উড়িয়ে দেওয়া যাবে না৷ আমাদের সুবিধে , পরিবারের লোকরা যান , খেলোয়াড়দের সঙ্গে৷ দরকার মেয়ে ম্যানেজার৷ এখানে আমরা একটু পিছিয়ে৷ দেখছি , কী করা যায় !’ সমস্যা মেটানোর জন্য সব ক্রীড়া সংস্থার কর্তারা কি একসঙ্গে বসে কোনও বিশেষ উদ্যোগ নেবেন ?


Source: Ei Samay

Monday, February 29, 2016

নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো চলার প্রস্তাব

  ই এম বাইপাসের পর এবার মেট্রো জুড়ছে VIP রোডকেও। মেট্রো নেটওয়ার্কের আওতায় চলে আসছে কেষ্টপুর,বাগুইআটির মতো জনবহুল এলাকা। দৈর্ঘ্যে বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সল্টলেকের সেন্ট্রাল পার্ক নয়, সাড়ে পাঁচ কিমি এগিয়ে মেট্রো থামবে ভিআইপি রোডের হলদিরামে।


ইউপিএ ওয়ান সরকারের আমলে বাম জমানায় হাওড়া ময়দান থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প হাতে নেওয়া হয়।


ঠিক হয় হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন হয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো পৌছবে এপারে, কলকাতায়।  এরপর বিবাদীবাগ, শিয়ালদা,ফুলবাগান হয়ে আড়াআড়ি বাইপাস পেরিয়ে সল্টলেকের সেক্টর ফাইভ। ডিপো তৈরি হবে সেন্ট্রাল পার্কে। এরপরেই রাজ্যে পরিবর্তনের হাওয়া। ইউপিএ দুই এর রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯-১০-১১ তিনটি রেল বাজেটে কলকাতা এবং শহরতলীকে মেট্রো দিয়ে কার্যত ঘিরে ফেলার প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


নতুন চারটি মেট্রো প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়।

এক- নিউগড়িয়া-এয়ারপোর্ট

দুই-জোকা-বিবাদীবাগ

তিন-নোয়াপাড়া-বিমানবন্দর-বারাসত

চার-নোয়াপাড়া-বরানগর-দক্ষিণেশ্বর-বারাকপুর


রাজ্যের পরিবহণ কর্তারা সেসময়ই ইস্ট-ওয়েস্ট মেট্রো এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেন। শহরের তিন প্রান্তের সঙ্গে বিমানবন্দরের যোগসূত্র তৈরির জন্যই নেওয়া হয় এই পরিকল্পনা। সমীক্ষা শুরু করে RITES। দেখা যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোও সেন্ট্রাল পার্ক থেকে বৈশাখী  হয়ে Vip বরাবর কেষ্টপুর,বাগুইআটি,রঘুনাথপুর হয়ে হলদিরাম পর্যন্ত যেতে কোনও অসুবিধা নেই।


Source: Zee 24 Ghanta

Thursday, January 14, 2016

বারাসতে যাত্রা উত্‍‌সবের সূচনায় মুখ্যমন্ত্রী , নেই চিরঞ্জিত্‍‌

 বুধবার ২০তম রাজ্য যাত্রা উত্‍‌সবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বিকেলে বারাসত কাছারি ময়দানে ২০টি ঘণ্টা বাজিয়ে তিনি যাত্রা উত্‍‌সবের উদ্বোধন করেন৷ যাত্রার সঙ্গে যুক্ত মোট ১৬ জন শিল্পী ও কলাকুশলীকে সংবর্ধনাও জানান মুখ্যমন্ত্রী৷ এই সংবর্ধনা চলাকালীন এক মহিলা পুলিশের বেষ্টনী অতিক্রম করে নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ার কারণে সামান্য বিশৃঙ্খলা তৈরি হয়৷ একটি খাম হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিজের অভিযোগ জমা দেওয়ার দাবিতে ওই মহিলা চিত্‍‌কার জুড়ে দেন৷ খুব দ্রুত মহিলা পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে যায়৷ পুলিশ সূত্রে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হয়৷ মুখ্যমন্ত্রী মানুষের কাছে যাত্রা শিল্পীদের আরও বেশি করে উত্‍‌সাহিত করার আবেদন জানান৷ তাঁর কথায় , ‘যাত্রার সঙ্গে মাটির সম্পর্ক জড়িয়ে রয়েছে৷ ’


মুখ্যমন্ত্রী ছাড়াও ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক , উপেন বিশ্বাস -সহ রাজ্য মন্ত্রিসভায় উত্তর ২৪ পরগনা জেলার প্রতিনিধিত্বকারী সব মন্ত্রী , বিধায়ক ও প্রায় সব সাংসদ উপস্থিত ছিলেন৷ তবে ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তের পাশাপাশি বারাসতের বিধায়ক চিরঞ্জিত্ চক্রবর্তীর অনুপস্থিতি নিয়ে গুঞ্জন শুরু হয়৷ সাম্প্রতিক বিতর্কের কারণেই চিরঞ্জিত্ গরহাজির কি না সেই প্রশ্ন উঠে যায়৷ যদিও বিতর্কের অবসান ঘটিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী ও তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানান , অসুস্থতার কারণেই এ দিনের অনুষ্ঠানে চিরঞ্জিত্ আসতে পারেননি৷ ’ এ দিন পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস জানান , আজ , বৃহস্পতিবার পর্যন্ত বারাসতে যাত্রা হবে৷ তার পরের দিন থেকে ৩২ দিন ব্যাপী যাত্রা চলবে উত্তর কলকাতার বাগবাজারে ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে৷ অরূপবাবুর দাবি , তৃণমূল সরকার ক্ষমতায় এসে দুঃস্থ যাত্রা শিল্পীদের জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছে৷ শিল্পীরা তার সুফলও পাচ্ছেন৷ তাঁদের সরকার যাত্রা শিল্পকে আরও ছড়িয়ে দিতে চায়৷ পরবর্তীকালে জেলায় জেলায় যাত্রা উত্সবের আয়োজন করার কথা ভাবা হচ্ছে৷

Source: Ei Samay

Tuesday, December 15, 2015

বারাসতে নতুন বিশ্ববিদ্যালয় ব্রেনওয়্যারের

 রাজ্যে কম্পিউটার শিক্ষা ও প্রশিক্ষণে অগ্রণী প্রতিষ্ঠান ব্রেনওয়্যার এ বার বিশ্ববিদ্যালয় খুলছে৷ সোমবারই এই বিল বিধানসভায় পাশ হয়েছে৷ রাজ্যে পালাবদলের পর সরকারি সহায়তাপুষ্ট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালুর নীতি নেয় উচ্চশিক্ষা দপ্তর৷ ইতিমধ্যে সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন চালু হয়েছে৷


নতুন বিশ্ববিদ্যালয়ে কী কী বিষয়ে জোর দেওয়া হচ্ছে? প্রতিষ্ঠানের কর্ণধার ফাল্গুনী মুখোপাধ্যায় জানান, রাজ্যপালের অনুমতি পেলেই উত্তর ২৪ পরগনার বারাসতে ইংরেজি নববর্ষের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় চালুর উদ্যোগ নেওয়া হবে৷ আপাতত কর্মসংস্থান উপযোগী নানা কোর্স খোলা হবে৷ তথ্যপ্রযুক্তি, ম্যানেজমেন্ট (বিশেষত, ডিজিট্যাল ম্যানেজমেন্ট), এন্টারপ্রেনারশিপ ছাড়াও গণিত এবং পদার্থবিদ্যা পড়ানো হবে৷ সেইসঙ্গে সৌরশক্তি, ওয়েব টেকনোলজি, মাল্টিমিডিয়া এবং ই-কমার্স ইত্যাদি বিষয়ে গবেষণা ও উন্নয়নে নজর দেওয়া হবে৷ প্রথম থেকে কর্মসংস্থানমুখী কোর্স খোলা হবে৷ বিধানসভায় বিল সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জবাবি ভাষণে বলেন, ‘রাজ্যের নানা প্রান্তে ১৯৯০ থেকে সংস্থাটি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে৷’


বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কাছে আকর্ষণীয় না-হলেও এই উদ্যোগ কেন?

ফাল্গুনীবাবুর জবাব, ‘রাজ্যে কম্পিউটার প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে প্রশিক্ষিতদের দেশে-বিদেশে কর্মসংস্থান ও উদ্যোগপতি হিসাবে গড়ে তুলেছে এই সংস্থা৷ আমাদের নিজস্ব প্লেসমেন্ট সেল আছে৷ বিশ্ববিদ্যালয়ের পর আমরা জেলায়-জেলায় প্লেসমেন্ট হাব গড়ে তুলব৷ প্রশিক্ষণ ও পড়াশোনার পর কর্মসংস্থান নিশ্চিত হওয়ায় আমাদের প্রতিষ্ঠান সাড়া ফেলবেই৷ তাই আমাদের প্রথম থেকেই লক্ষ্য অল্প ছাত্র ও ভালো শিক্ষক৷’


পাঁচ বছর আগে বারাসতেই ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং তথ্যপ্রযুক্তি কলেজ শুরু করেছিল সংস্থা৷ সেগুলি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে৷ তার পরের বছরই পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও একটি পেশাদার কলেজ চালু করে৷ সংশ্লিষ্ট কলেজ থেকে উত্তীর্ণ পড়ুয়াদের স্নাতক ডিগ্রিও দেওয়া হয়৷ বারাসতেই ৯ একর জমির একাংশে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হয়ে গিয়েছে৷ যা সরকারি নিয়মের তুলনায় বেশি বলেই তাঁর দাবি৷

Source: Ei Samay

Sunday, May 17, 2015

পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার বেনজির নিয়ম, সিদ্ধান্ত বদল করল বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

 চব্বিশ ঘণ্টার খবরের জের। সিদ্ধান্ত বদল করল বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার বেনজির নিয়ম করেছিল কর্তৃপক্ষ।

চব্বিশ ঘণ্টায় সেই খবর প্রচারিত হওয়ার পরই নিন্দার ঝড় ওঠে শিক্ষা মহলে। আজ সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পরীক্ষার্থীদের নাম খাতায় লিখতে হবে না। এই সংক্রান্ত চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা অধ্যাপকদের। সম্প্রতি বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ম চালু করে শুধু রেজিস্ট্রেশন নম্বর  আর রোল নম্বরই নয়। পরীক্ষার খাতায় লিখতে হবে নামও। বিএ, বিএসসি পার্ট থ্রি পরীক্ষার খাতায় লিখতে হয়েছিল পরীক্ষার্থীদের নাম। বিশ্ববিদ্যালয়ের বেনজির এই নির্দেশিকায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায়। পক্ষপাতের সম্ভাবনা এড়াতে পরীক্ষার  খাতায় পরীক্ষার্থীর নাম লেখার নিয়ম কোনও বিশ্ববিদ্যালয়েই চালু নেই। স্বভাবতই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের এই নয়া নির্দেশিকা ঘিরে শিক্ষামহলে চাঞ্চল্য ছড়ায়।

পরীক্ষার খাতায় সাধারণত পরীক্ষার্থীর রোল এবং রেজিস্ট্রেশন নম্বরই লিখতে হয়। পক্ষপাতের সম্ভাবনা এড়াতে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার নিয়ম কোনও বিশ্ববিদ্যালয়েই চালু নেই। স্বভাবতই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের এই নয়া নির্দেশিকা ঘিরে শিক্ষামহলে চাঞ্চল্য ছড়িয়েছিল। এই বেনজির নিয়ম নিয়ে সাফাই দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক অভিজিত্‍ তলাপাত্র।


Source: Zee 24 Ghanta

Saturday, May 16, 2015

পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার বেনজির নিয়ম চালু বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে

 রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বরই শুধু নয়। পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার বেনজির নিয়ম এবার চালু হল বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিএ, বিএসসি পার্ট থ্রি পরীক্ষার খাতায় পরীক্ষার্থীদের নিজেদের নাম লিখতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেনজির এই নির্দেশিকায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।

পরীক্ষার খাতায় সাধারণত পরীক্ষার্থীর রোল এবং রেজিস্ট্রেশন নম্বরই লিখতে হয়। পক্ষপাতের সম্ভাবনা এড়াতে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার নিয়ম কোনও বিশ্ববিদ্যালয়েই চালু নেই। স্বভাবতই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের এই নয়া নির্দেশিকা ঘিরে শিক্ষামহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই বেনজির নিয়ম নিয়ে সাফাই দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক অভিজিত্‍ তলাপাত্র।

Source: Zee 24 Ghanta

Monday, May 11, 2015

বারাসতে ‘প্রয়াস’ উদ্যোগে সামিল সহৃদয় ডাক্তাররা

 এ যেন ছোটখাটো হাসপাতাল! হার্টের ডাক্তার থেকে চক্ষু বিশেষজ্ঞ-রবিবার সকালে সবাই হাজির উত্তর ২৪ পরগনার বারাসাত সঃলগ্ন হৃদয়পুরে৷


অস্থায়ী শামিয়ানা টানানো হয়েছে হৃদয়পুরের প্রণবানন্দ আশ্রম লাগোয়া একটি মাঠে৷ তার মধ্যেই বিশেষজ্ঞ চিকিত্‍সকদের চেম্বার৷ কেউ হৃদরোগ বিশেষজ্ঞ, কেউ কিডনি চিকিত্‍সক, কেউ বা শিশুরোগের ডাক্তার৷ তাঁরা সবাই এ দিন রোগী দেখেছেন পারিশ্রমিক ছাড়াই৷ প্রতি বছরের মতো এ বছর ‘প্রয়াস’-এর কর্ণধার শ্যামল কুমার দাসের ডাকে সাড়া দিয়ে বিনামূল্যে হৃদয়পুরে রোগী দেখতে এসেছিলেন ২৯ জন চিকিত্‍সক৷


হৃদরোগ বিশেষজ্ঞ বিভু চক্রবর্তী রোগী দেখতে দেখতে বললেন, ‘শ্যামল অসাধারণ মানুষ৷ সমাজসেবাই ওঁর জীবনের ব্রত৷ তাই শ্যামল যখন বললেন, না করতে পারলাম না৷ একদিন না-হয় পারিশ্রমিক ছাড়াই রোগী দেখলাম৷’ বিভুবাবুর মতো ‘প্রয়াস’-এর স্বাস্থ্যশিবিরে চিকিত্‍সা করতে আসা অন্যান্য ডাক্তারদের মুখেও শোনা গেল শ্যামলবাবুর ভূয়সী প্রশংসা৷ তবে তাতে কোনও হেলদোল নেই আয়কর আধিকারিক শ্যামল কুমার দাসের৷ রোগীদের দেখভাল করা, চিকিত্‍সকদের গরমে কোনও কষ্ট হচ্ছে কি না, এ সব নিয়েই মাথাব্যথা তাঁর৷ কথায় কথায় শ্যামলবাবু বললেন, ‘সেই ২০০৮ সাল থেকে প্রতি বছর এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করে আসছি৷ মানুষের জন্য কাজ করতে ভালো লাগে৷ কিন্তু আমি সামান্য সরকারি চাকুরে৷ কাজের ফাঁকে যতটা সময় পাই, সহ-নাগরিকদের বিপদে পাশে দাঁড়াই৷’


বছরে শুধু একটি স্বাস্থ্যশিবিরই নয়, স্বাস্থ্যশিবিরে ডাক্তারের পরামর্শ নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা গেল, শ্যামলবাবুর নেতৃত্বে ‘প্রয়াস’-এর সদস্যরা রোগীদের নিয়ে হাসপাতাল, নার্সিংহোমে পর্যন্ত ছোটাছুটি করেন৷ বারাসতের বাসিন্দা ১৭ বছরের তিথি রায় ভুগছে মারাত্মক ‘অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া’ রোগে৷ এদিন সে হৃদয়পুরে এসেছিল, কিন্ত্ত ডাক্তার দেখাতে নয়৷ তার প্রিয় শ্যামলকাকুর কাণ্ডকারখানা দেখতে৷ যেদিন থেকে তার মারাত্মক এই রোগ ধরা পড়েছে, সেদিন থেকেই তিথির লড়াইয়ের সঙ্গী শ্যামল৷ তিথিকে ভোকাল টনিক থেকে বিশেষজ্ঞ চিকিত্‍সকদের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা সবই নিজের হাতে করেছেন শ্যামলবাবু৷ এদিন তিথির মতো আরও ১৪ জন ক্যান্সার রোগীর লড়াই করার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছে ‘প্রয়াস’৷ এই প্রসঙ্গে শ্যামলবাবু বলেন, ‘তিথি, সীমা মণ্ডল, সুপর্ণা রায়, বিশ্বনাথ ঘোষরা ক্যান্সারে ভুগছেন৷ তবুও দেখুন, হাসিমুখে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন ওঁরা৷ আমাদের শেখার আছে এই মানুষগুলির কাছ থেকে৷ যুবরাজ কিংবা মনীষা কৈরালাদের ক্যান্সারের সঙ্গে লড়াইকে আমরা কুর্নিশ জানালে এঁদের কেন জানাব না? হতে পারে এঁরা তারকা নন, কিন্ত্ত এই মানুষগুলির লড়াইও কোনও অংশে কম নয়৷’


শ্যামলবাবুর এই প্রয়াসে এদিন শামিল হয়েছিলেন ফুটবলার শিল্টন পাল এবং অ্যাথলিট সুস্মিতা সিংহ রায়৷ তাঁরাও মুগ্ধ ‘প্রয়াস’-এর কর্মকাণ্ড দেখে৷ শিল্টন বলেন, ‘চাইলে যে কোনও মানুষই যে অনেক বড় কাজ করতে পারেন, শ্যামলদা তার জলন্ত উদাহরণ৷’ সুস্মিতা জানান, তিনি অভিভূত৷ ‘প্রয়াস’-এর এদিনের স্বাস্থশিবিরে হৃদয়পুর এবং সংলগ্ন এলাকার প্রায় ১২০০ জন রোগী এদিন বিভিন্ন চিকিত্‍সকের পরামর্শ নিতে এসেছিলেন৷ হৃদয়পুরের বাসিন্দা শান্তি নন্দীর ক’দিন ধরেই বুকে ব্যথা৷ তিনিও এসেছিলেন ‘প্রয়াস’-এর স্বাস্থ্যশিবিরে৷ বললেন, ‘বহু বছর ধরেই আমাদের পরিবারে কারও অসুখ-বিসুখ হলে চিকিত্‍সকের আগে শ্যামলের খোঁজ পড়ে৷ এত পরোপকারী মানুষ খুব কম দেখেছি৷ সারা বছরই প্রয়াসের সদস্যরা রোগীদের নিয়ে এ হাসপাতাল সে হাসপাতাল করে বেড়ায়৷’ ষষ্ঠ শ্রেণির ছাত্র সৌরভ দাস তার বাবার সঙ্গে এসেছিল চিকিত্‍সক প্রণব বিশ্বাসকে দেখাতে৷ ডাক্তারবাবুর ‘চেম্বার থেকে বেরিয়ে বিস্মিতমুখে সৌরভ বলল, ‘এরকম ডাক্তারখানা আগে দেখিনি৷ মাঠে প্যান্ডেলের মধ্যে চেম্বার৷ দারুণ তো!’ এ দিনের স্বাস্থ্যশিবিরে বিভু চক্রবর্তী, প্রণব বিশ্বাস ছাড়াও ছিলেন সুপ্রিয় সরকার, হিমাদ্রি সাহা, জয়ন্ত দাসের মতো আরও অনেকে৷

Source: Ei Samay

Thursday, February 5, 2015

সংস্কারের অভাবে ‘হানাবাড়ি’ বারাসত স্টেডিয়াম

 এক সময় যা পাওয়ার জন্য আইএফএ কর্তারা হন্যে হয়ে উঠেছিলেন, এখন হাতে পেয়েও তা ‘গলার কাঁটা’ হয়ে উঠেছে৷


বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন এখন বাংলার ফুটবলের অভিভাবক সংস্থার ‘গলার কাঁটা’৷ রক্ষণাবেক্ষণের অভাবে এই স্টেডিয়াম এখন কার্যত হানা বাড়িতে পরিণত৷ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আইএফএ অ্যাকাডেমিও৷


সবথেকে আশঙ্কার কথা, এখানে আই লিগের ম্যাচ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে৷ এ বার এপ্রিল থেকে যুবভারতীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে৷ আই লিগে মোহনবাগান, ইস্টবেঙ্গলের বাকি দু’মাসের হোম ম্যাচ হওয়ার কথা এই স্টেডিয়ামেই৷ বর্তমানে স্টেডিয়াম ও তার আশেপাশের যা হাল তাতে এই বড় টিমের ম্যাচ দেওয়া হলে বিরাট দুর্ঘটনা ঘটে যাবে৷ এআইএফএফ যদি এই স্টেডিয়াম এখন পরিদর্শন করে তাহলে নিরাপত্তার অভাব দেখিয়ে তারা ম্যাচ তুলে নেবেই৷ মোহনবাগান, ইস্টবেঙ্গলের পক্ষে তাহলে আর ঘরের মাঠে ম্যাচ খেলার সুযোগই থাকবে না৷ কারণ যুবভারতীর বিকল্প হিসেবে বারাসত ছাড়া রয়েছে কল্যাণী৷ কিন্তু কল্যাণীতেও সংস্কারের কাজের জন্য স্টেডিয়াম বন্ধ৷


বছর চারেক আগে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের থেকে ২৫ বছরের লিজে এই স্টেডিয়াম ব্যবহারের অনুমতি পেয়েছিল আইএফএ৷ এর জন্য স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্বই বর্তেছিল আইএফএর ওপর৷ চুক্তির শর্তে পরিষ্কার বলা হয়েছিল, স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ ছাড়াও এর পরিকাঠামোর উন্নয়ন, পথঘাট নির্মাণ, আলো ও সৌন্দর্যায়ন করার কাজও করতে হবে আইএফএকে৷ তৈরি করতে হবে আধুনিক মানের প্রেসবক্সও৷


কিন্তু এই চার পাঁচ বছরের মধ্যে সুইমিং পুল ছাড়া পরিকাঠামোগত উন্নয়ন কিছু হয়নি৷ আর এই সুইমিং পুলটাই একমাত্র এই স্টেডিয়ামে রোজগারের একমাত্র পথ আইএফএর৷ একটা টেনিস কোর্ট করা হয়েছিল৷ তাতে কোনও দিনই খেলা না হওয়ায় এখন আপাতত তা আগাছার জঙ্গলে মুখ ঢেকেছে৷ ব্যাডমিন্টন কোর্টে ঢোকার অবস্থা নেই৷ কারণ সেখানে মাথার উপর ভেঙে পড়ছে সিমেন্টের চাঙর৷


আইএফএ তার অ্যাকাডেমি গত আড়াই বছর থেকে এখানেই চালাচ্ছে৷ কিন্তু ফুটবলারদের থাকার স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাও যেমন করা হয়নি, তেমনই হয়নি সংস্কারও৷ ফলে বাথরুম থেকে শুরু করে থাকার জায়গা এত বেহাল হয়ে পড়েছিল যে চলতি সপ্তাহ থেকে সেই অ্যাকাডেমিও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল৷


স্টেডিয়াম চত্বর ঘুরে দেখা গেল, যেন এক ভগ্নস্তুপ৷ আগাছার জঙ্গল, গ্যালারির বাইরের দিকে খসে পড়া চাঙর৷ অ্যাকাডেমির ছেলেদের থাকার ঘরের জানলা দিয়ে দেখা গেল, চারদিকে নোংরা ছেঁড়াখোঁড়া অগোছালো বিছানাপত্র, ঘরের মধ্যে বিপজ্জনকভাবে ঝুলছে বৈদ্যুতিক তার৷ তাদের থাকার জায়গার বাইরেও বৈদ্যুতিক কেবল ঝুলছে আরও বিপজ্জনকভাবে৷ জলের ট্যাপগুলো সবই খারাপ৷ গ্যালারির ভিতরের দিকে বাথরুমগুলোর অস্তিত্ব নেই বললেই চলে৷ রাস্তাঘাটও পাল্লা দিয়ে খারাপ৷ সন্ধে নামার পর চারদিকে নেমে এল অন্ধকার৷ গেটের সামনে কয়েকটা আলো৷ ভিতরটা পুরো অন্ধকারে ডুবে রয়েছে৷


স্থানীয় মানুষের বক্তব্য, দীর্ঘদিনের উদাসীনতার ফলে বারাসতের গর্বের এই স্টেডিয়ামের আজ হাল৷ ফিফার টাকায় তৈরি অ্যাস্ট্রো টার্ফ দেখা আর সুইমিং পুল চালিয়ে রোজগার করা ছাড়া আইএফএ আর কিছুতেই নজরদারি করতে পারছে না৷ অথচ স্টেডিয়াম দেখাশুনোর জন্য গত কয়েক বছরে কর্মী সংখ্যা অনেক বেড়েছে৷ অভিযোগ, জেলবন্দি ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের সুপারিশে ঢোকা চার কর্মচারী আইএফএ কর্মীদের থেকেও বেশি মাইনে পেতেন৷ এঁদের মধ্যে


তিনজন এখন কাজেই আসেন না৷ বাকিরাও তত্ত্বাবধানের অভাবে কাজ করেন না৷ তাই এই বেহাল অবস্থা৷


জানা গেল, স্টেডিয়ামকে ম্যাচ করানো ও অ্যাকাডেমি চালানোর জন্য উপযোগী করে তুলতে প্রায় দু’কোটি টাকা দরকার৷ স্পনসরহীন কলকাতার ফুটবলের এমনিতেই ভাঁড়ে মা ভবানী অবস্থা৷


আইএফএ-ও তার নিয়মিত কাজকর্ম চালাতে হিমশিম খাচ্ছে৷ সেখানে এই টাকা পাওয়া খুব কঠিন৷ এর মধ্যে অবশ্য আশার আলো দেখাচ্ছেন আইএফএ সচিব উত্‍পল গঙ্গোপাধ্যায়৷ স্টেডিয়ামের বেহাল দশার কথা মেনে নিয়েও তিনি বললেন, ‘সংস্কারের কাজ আমরা শুরু করে দিয়েছি৷ অ্যাকাডেমি বন্ধ রাখা হয়েছে সে জন্যই৷ মার্চ মাসের মধ্যে আমরা ফের তা ব্যবহার উপযোগী করে তুলব৷ আই লিগের ম্যাচ আয়োজনের কোনও সমস্যা হবে বলে মনে করি না৷’


সচিব আশ্বাস দিলেও পরিস্থিতি বলছে, আগের মতো এ বারও হয়তো বেশ কয়েক লক্ষ টাকা ঢেলে জোড়াতালি দিয়ে আইএফএ আই লিগ ম্যাচ উতরে ফেলবে৷ কিন্তু সামগ্রিক উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের পাকা ব্যবস্থা কিছুই হবে না৷ অদূর ভবিষ্যতে আইএফএর হাতছাড়া হয়ে যেতে পারে এই স্টেডিয়াম৷


Source: Ei Samay