নামকরনঃ
বারাসাত নগরী রূপে প্রথম মর্যাদা পায় ব্রিটিশ আমলে। বারাসাত এই নামের পিছনে একাধিক জনশ্রুতি আছে। বারাসাত একটি আরবি শব্দ যার আর্থ হল ‘পথের শোভা’। ওয়ারেন হেস্টিং পথের দুই পাশে নয়নরঞ্জক বা সুদৃশ্যমান প্রচুর গাছ রোপণ করেন।
আবার কথিত আছে যে, প্রখ্যাত মানিকচাঁদ জগৎশেঠের পরিবারের বারোজন সদস্য এখানে বাস করতেন। বারাসাত নগরের কেন্দ্রস্থলে শেঠপুকুরটি নির্মাণ করান রামচন্দ্র জগৎশেঠে। উদ্যেশ্য ছিল ওয়ারেন হেস্টিংকে খুশী করা। হয়তো ‘বারোশেঠ’ অপভ্রংশ হয়ে ‘বারাসাত’ হয়েছে।
অপর ব্যাখ্যাটি হল ষোড়শ শতাব্দীতে বারাসাতে এই নাম দেওয়া হয়- ফার্সি মতে ‘বার’ –এর অর্থ ‘পুর’ বা ‘জনপদ’। ‘সাত’ -সাত সংখ্যার দ্যোতক। এই সাতটি জনপদ হল- শ্রীধরপুর, ‘হৃদয়পুর’, ‘বনমালিপুর’, ‘প্রসাদপুর’, ‘চন্ননপুর’ ও ‘নিশচিন্দপুর’।
তবে শেষ দুটি অস্তিত্য সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় নি।