Showing posts with label barasat metro. Show all posts
Showing posts with label barasat metro. Show all posts

Wednesday, May 24, 2023

বারাসত রুটে মেট্রোর কাজে বড় সাফল্য

 নোয়াপাড়া-বারাসত ভায়া বিমানবন্দর রুটে মাইকেলনগরে মেট্রোর টানেলের আগে বসল বিশেষ দেওয়াল। ব্যস্ততম জাতীয় সড়কের গাড়ির চাপ সামলে এটা করা সম্ভব হল অবশেষে। 



নোয়াপাড়া-বারাসত ভায়া বিমানবন্দর রুটে মাইকেলনগরে মেট্রোর কাজের বিরাট অগ্রগতি। ২৪.৮ মিটার ডায়াফ্রাম দেওয়ালে খাঁচা আটকানো সম্ভব হল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ মে থেকে কাজ শুরু হয়েছিল। জাতীয় সড়ক ১২তে বাঁকরা এলাকায় অবশেষে সেই খাঁচা বসানো সম্ভব হয়েছে। এটি ২৬.১২৫ মিটার লম্বা ও ৫ মিটার চওড়া। অত্যন্ত ব্যস্ততম রাস্তায় ট্রাফিক পুলিশের সহায়তায় এটা স্থাপন করা সম্ভব হয়েছে।


মেট্রোর তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশক মিত্র জানিয়েছেন,  জাতীয় সড়কের ব্যস্ততম মাইকেলনগর স্টেশনে ঢোকার মুখে তিনটি ডায়াফ্রাম ওয়াল স্থাপন করাটা চ্য়ালেঞ্জিং ছিল। সুপরিকল্পনা ও নানা মেশিনারির মাধ্যমে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বিমানবন্দর স্টেশনের সঙ্গে যুক্ত হবে এই রুট। সহায়তা করার জন্য সকলকে ধন্য়বাদ জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে শহরের একাধিক মেট্রো প্রকল্প একেবারে পুরোদমে চলছে। 



মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি নিয়মিত কাজের উপর নজর রাখছেন। তিনি নিজেও বিভিন্ন সাইটে গিয়ে কাজের অগ্রগতি সম্পর্কে দেখে আসছেন। তবে এবার ভায়া বিমানবন্দর -বারাসাত রুটে বড় কাজ হয়ে গেল। একটা বড় চ্য়ালেঞ্জ সফলতার সঙ্গে উতরে গেল কর্তৃপক্ষ।  কলকাতা মেট্রো। 


Monday, February 20, 2023

নোয়াপাড়া-বারাসত মেট্রো ট্রেনের ‘মিটিং পয়েন্ট’ হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন

 নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্প (ভায়া বিমানবন্দর) তৈরি হচ্ছে। ওই মেট্রো লাইনের একাংশে চলতি বছরের মধ্যে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করা হবে। তারইমধ্যে সামনে এল দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের নয়া ছবি।


কলকাতা মেট্রো এবং লোকাল ট্রেনের ‘মিটিং পয়েন্ট’ দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হতে চলেছে। কলকাতা মেট্রোর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নোয়াপাড়া-বারাসত (ভায়া বিমানবন্দর) মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। যে স্টেশন শিয়ালদা-বনগাঁ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশনও বটে।


রবিবার মেট্রোর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শিয়ালদা-বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের একেবারে কাছেই অবস্থিত দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। তার ফলে বারাসত, বসিরহাট, টাকি, হাসনাবাদ এবং বনগাঁর প্রচুর মানুষ উপকৃত হবেন। হাওড়া, হুগলি এবং ব্যারাকপুরের মানুষও কম সময় যাতায়াত করতে পারবেন বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। 


মেট্রো কর্তৃপক্ষের আশা, ২০৩৫ সালের মধ্যে প্রতিদিন ৬৬,০০০ যাত্রী দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দিয়ে যাতায়াত করবেন। চলতি বছরের অক্টোবরের মধ্যে যে মেট্রোর নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৭.০৪ কিমি অংশে প্রাথমিকভাবে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে পারে।


কী কী থাকবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে? রবিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে দুটি প্ল্যাটফর্ম থাকবে। যাতে যাত্রীরা সহজেই ওঠানামা করতে পারেন। ওই স্টেশনে পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার, বসার জায়গা, ফার্স্ট-এড রুম, শৌচাগার, ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। 


মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ছ'টি এসক্যালেটর, তিনটি লিফট, সাতটি সিঁড়ি, ১৬ টি অটোমেটেড ফেয়ার কালেকশন (এএফসি) এবং আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকবে। সেই পরিকাঠামোর মাধ্যমে যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Source: Hindustan Times