Showing posts with label artists from barasat selling idol at asansol. Show all posts
Showing posts with label artists from barasat selling idol at asansol. Show all posts

Wednesday, October 26, 2016

শিল্পাঞ্চলে মূর্তি বেচতে এসেছেন বারাসতের শিল্পীরা

 আর একটা গোটা সপ্তাহ বাকি নেই৷ চলে এসেছে কালীপুজো৷ সেই উপলক্ষে সুদূর বারাসত ও দত্তপুকুর থেকে শিল্পাঞ্চলে চলে এসেছেন পাঁচ জন শিল্পী৷ তাঁদের সঙ্গে রয়েছে পোড়ামাটির কালীমূর্তি, প্রদীপ বিশেষ ধরনের ছোট ঘোড়া , গণেশ -লক্ষ্মীর মূর্তি-সহ সুন্দর কাজ করা ফুলদানি৷ সালানপুরের গ্রামে গ্রামে বা বরাকর কুলটি অথবা চিত্তরঞ্জন শহরে তিন জন শিল্পী তাঁদের পোড়ামাটির শিল্পসামগ্রী নিয়ে বিক্রির জন্য ঘুরছেন৷ ওদের দু’জন সাহেব পাল আর অমিত পাল বলেন , ‘আমাদের মধ্যে একজনের বাড়ি বারাসতে৷ অন্য জনের দত্তপুকুরে৷ গত বছর আমরা শিল্পাঞ্চলে এসে এভাবে দীপাবলির আগে পোড়ামাটি দিয়ে তৈরি নানা রকমের জিনিস রং করে বিক্রি করেছিলাম৷


বার আসানসোল মহকুমার রূপনারায়ণপুর , চিত্তরঞ্জন৷ সালানপুর , কুলটি , বরাকর -সহ বিভিন্ন এলাকায় ৭ -৮ দিন ধরে ফেরি করব৷ ডাবরমোড়ের কাছে আমরা তাবু করে রয়েছি৷ ভালো বিক্রিবাট্টা হলে আরও দু’জন আসবেন৷ একটা প্রদীপের দাম পাঁচ টাকা৷ কালী মায়ের মুখ ১২০ টাকা৷ আর দীপাবলিতে উপলক্ষে আরও নানা ধরনের মাটির মূর্তি পাওয়া যাবে৷ সেগুলোর আলাদা আলাদা দাম৷ ’যেখানে তাবু খাটিয়ে শিল্পীরা মূর্তি-প্রদীপ তৈরি করে , রং করে করছেন সেখানে ক্রেতার সংখ্যা কম৷ কেন ? উত্তরে শিল্পী সাহেব পাল বলেন , ‘এখনও তেমন করে প্রচার হয়নি৷ তিন দিন হল এসেছি৷ এখানে তেমন বিক্রিবাট্টা না হলেও আমাদের কয়েক জন গ্রামে ও শহরে ঘুরে ঘুরে জিনিস ফেরি করছেন৷ তাঁদের কাছ থেকে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে৷ ’


যাঁরা ঘুরে ঘুরে পোড়ামাটির জিনিস ফেরি করছেন , তাঁদের এক জন হলেন রমেন পাল৷ তিনি বলেন , ‘আজ বাসে করে যাওয়ার সময়েই ২টো কালীর মুখ আর ১০টা প্রদীপ বিক্রি হয়ে গেল৷ ’ কিন্ত্ত অনেকেই বলছেন দাম অনেক বেশি৷ কেন ? উত্তর এল , ‘দাম তো বেশি হবেই৷ গঙ্গা থেকে মাটি এনে তা দিয়ে শিল্প হচ্ছে৷ তার উপরে ৫ -৭ জনের থাকা -খাওয়ার খরচ রয়েছে৷ ’এ দিকে বাইরে থেকে এভাবে শিল্পীরা এসে পোড়ামাটির জিনিস বিক্রি করায় ক্ষুব্ধ স্থানীয় মৃত্শিল্পীরা৷ বরাকরের মৃত্শিল্পী পাপ্পু পাল বলেন , ‘আমরা দীপাবলি আর কালীপুজো উপলক্ষে প্রদীপ তৈরি করি৷ এছাড়াও ছোটখাট লক্ষ্মী -গণেশের মূর্তি গড়ি৷ এমনিতেই চিনে আলোর জন্য বাজার মন্দা৷ এখানে এসে যেগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর ডিজাইন আমাদের চেয়ে বেশি ভালো৷ ফলে আমাদের যেটুকু বাজার ছিল , সেটাও নষ্ট হচ্ছে৷ তবে এটাও ঠিক যে ওগুলোর দাম অনেক বেশি৷ সবাই তো আর অত বেশি দাম দিয়ে ওদেরটা কিনবেন না৷ আমজনতার জন্য আমরা আছি৷ ’


Source: Ei Samay