Showing posts with label Barasat Stadium. Show all posts
Showing posts with label Barasat Stadium. Show all posts

Friday, May 19, 2023

অ্যাস্ট্রোটার্ফের বদলে প্রাকৃতিক ঘাস লাগানোর সিদ্ধান্ত বারাসত স্টেডিয়ামে

 আগামী মরশুম থেকেই বারাসত স্টেডিয়ামে বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তার জন‌্য মাঠে লাগানো কৃত্রিম ঘাস তুলে ফেলে প্রাকৃতিক ঘাস লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্টেডিয়াম পরিদর্শনে এসে এমনটাই জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।


বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে কৃত্রিম ঘাস বা অ্যাস্ট্রোটার্ফ বসিয়েছিল আইএফএ (IFA)। তারপর এই বারাসত স্টেডিয়ামে আই লিগ (I League) বা কলকাতা লিগের মতো বড় বড় টুর্নামেন্ট আয়োজিত হত। পরে কৃত্রিম ঘাসে খেলোয়াড়রা খেলার অনিচ্ছা প্রকাশ করায় এই মাঠে টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। জেলার বিগত প্রশাসনিক বৈঠকে বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী স্টেডিয়ামের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করেন।



মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) স্টেডিয়ামের জন্য ১০ কোটি টাকা অনুমোদন দিয়েছিলেন। সেই টাকায় গ্যালারি, প্রেস বক্স এবং রং করা হয়। কিন্তু, প্রায় চার বছর ধরে কোনও বড় টুর্নামেন্ট স্টেডিয়ামে হয়নি। এতদিন অবহেলাতেই পড়ে ছিল স্টেডিয়ামটি। অবশেষে মাঠটিকে খেলার উপযোগী করতে বৃহস্পতিবার পরিদর্শনে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ, পার্থ ভৌমিক, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বিধায়ক নারায়ণ গোস্বামী, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক ঘাসের হাত ধরে আবারও এই মাঠে বড় টুর্নামেন্ট ফিরবে বলেই আশা স্থানীয় ফুটবল সমর্থকদের।

Source: Sangbad Pratidin

Thursday, May 18, 2023

বারাসত স্টেডিয়ামের মর্যাদা ফেরাতে সদলবলে ক্রীড়ামন্ত্রী

 একসময় ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan) ফুল ছড়াত ওই মাঠে। একসময় গোয়া-মুম্বই সফরে এসে পা রাখত ওই স্টেডিয়ামে। একসময় আই লিগ থেকে আইএফএ শিল্ড সব বড় টুর্নামেন্ট আয়োজিত হত সবুজে ঘেরা ওই মাঠে। আজ সেই মাঠই কার্যত খোয়াড় হয়ে গিয়েছে। প্রায় ৫ বছর হল প্রথম সারির কোনও ফুটবল টুর্নমেন্ট আর হয়নি। ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএলে ঢোকার আগেই ব্রাত্য হয়ে গিয়েছে বারাসত স্টেডিয়াম। একসময় যে স্টেডিয়ামে রাতের ম্যাচে উজ্জ্বল হত বারাসত, সেই স্টেডিয়ামই কার্যত অন্ধকারে ডুবেছে। সরকারি গাফিলতি নাকি পরিচালন সমস্যা? আইলিগের সঙ্কোচন নাকি আইএসএলের বাড়বাড়ন্ত? কারণ যাই হোক না কেন, ভারতের ফুটবল মানচিত্রে বারাসত স্টেডিয়ামের গুরুত্ব আর নেই। দেরিতে হলেও ঘুম ভাঙল প্রশাসনের। বারাসত স্টেডিয়ামকে (Barasat Vidyasagar Stadium) এ বার মূলস্রোতে ফেরানোর উদ্যোগ নিল রাজ্য সরকার।


বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন থেকে অ্যাস্ট্রোটার্ফ তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া দপ্তর। আজ, বৃহস্পতিবার বারাসত স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক। প্রায় ৫ বছরের বেশি সময় ধরে বারাসত ক্রীড়াঙ্গনে কোনও ফুটবল খেলা হয় না। স্টেডিয়ামের সমস্যা কী, তা খতিয়ে দেখতেই ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে প্রশাসনের পুরো টিম হাজির স্টেডিয়ামে।


২০০৭ সালে ন্যাচারাল টার্ফের বদলে অ্যাস্ট্রোটার্ফ বসেছিল বারাসতে। ওই সময়ই যুবভারতীতেও বসানো হয় কৃত্রিম ঘাস। আইলিগ সহ অন্যান্য টিমগুলো বারাসত, যুবভারতীর অ্যাস্ট্রোটার্ফের মান নিয়ে বার বার প্রশ্ন তুলেছিল। চোটের পরিমাণ বেড়েও গিয়েছিল ফুটবলারদের। যে কারণে কয়েক বছর পর যুবভারতী আবার ফেরে ন্যাচারাল ঘাসে। কিন্তু অজানা কারণে বারাসত সেই অ্যাস্ট্রোটার্ফই আঁকড়ে বসেছিল এতদিন।


এ দিন বারাসত স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, মাঠের কৃত্রিম ঘাস বেশ কিছু জায়গায় কাঁচি দিয়ে কেটে ফেলা হয়েছে। অ্যাস্ট্রোটার্ফের দশাও বেশ খারাপ। ঘরোয়া লিগের কিছু ম্যাচ অবশ্য হয়েছে এই স্টেডিয়ামে। তারও সংখ্যা বেশ কম। ফলে এই স্টেডিয়াম এতদিন কার্যত পড়েই ছিল। ক্রীড়ামন্ত্রী স্টেডিয়ামের হাল দেখে হতাশ হয়েছেন। জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, স্টেডিয়ামের এই হাল কেন, খতিয়ে দেখতে অনতিবিলম্বে একটি কমিটি তৈরি করা হোক। ডোপিং টেস্ট রুম, মেডিকেল রুম, ড্রেসিং রুম, রেফারিদের রুম এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি।


রাজ্য সরকারের লক্ষ্য বারাসত স্টেডিয়ামকে আবার ‘বাঁচিয়ে তোলা’। একসময়ের সেই ঐতিহ্য, সেই মনোমুগ্ধকর নৈশালোক, সেই গমগমে গ্যালারি দ্রুত ফিরুক, সারা বারাসত যেমন চাইছে, রাজ্য সরকারও চাইছে।

Source: tv9bangla

Wednesday, July 22, 2020

বারাসত স্টেডিয়ামে এবার সেফ হোম

 সরকারি হাসলপাতালে বেড পেতে কালঘাম ছুটছে। খরচের গুঁতোয় বেসরকারি হাসপাতালে যাওয়ার উপায় নেই অনেকেরই। করোনা আক্রান্তদের চিকিৎসায় বারাসতে তাই দ্বিতীয় কোভিড হাসপাতাল করতে চেয়েছিল স্বাস্থ্য দপ্তর। কিন্তু স্থানয়ীদের চাপে তা আর হয়ে ওঠেনি। শেষপর্যন্ত কোথাও কোনও জায়গা না পেয়ে বারাসত স্টেডিয়ামে ৫০ শয্যার সেফ হোম তৈরি করছে পুরসভা। সেফ হোমে উপসর্গ নেই এমন করোনা আক্রান্তদের রাখা হবে। বুধবার থেকে চালু হবে এই সেফ হোম।


বারাসত ও সংলগ্ন এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অথচ হাতে একটি কোভিড হাসপাতাল। কদম্বগাছির হাসপাতালটি বাদ দিলে ছিল বারাসতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের কোয়ারান্টিন সেন্টার। সেটিও বন্ধ হয়ে গিয়েছে। এ অবস্থায় দ্বিতীয় হাসপাতাল খোলার চেষ্টা করেও স্থানীয়দের বাধায় পিছিয়ে আসতে হয় প্রশাসনকে। স্থানীয়দের আশঙ্কা, এলাকায় কোভিড হাসপাতাল হলে সংক্রমণ আরও বাড়বে। এ অবস্থায় শহরের মধ্যে অথচ তুলনামূলক ফাঁকা, বারাসত স্টেডিয়ামে সেফ হোম তৈরির সিদ্ধান্ত নেয় পুরসভা।


সেফ হোমে রোগীদের খাওয়ারদাওয়ার বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সকালে চা ও বিস্কুট। প্রাতরাশে থাকবে রুটি, সব্জি, ডিমসেদ্ধ। কোনও দিন থাকবে মাখন-পাউরুটি। সঙ্গে কলা এবং ডিম। দুপুরে চার দিন মাছ, দু'দিন মাংস। নিরামিষ একদিন। মেনু ভাত, ডাল, আলুভাজা, সব্জি। এ ছাড়া মাছ অথবা মাংস বা পনির। শেষপাতে চাটনি। রাতের মেনুতে ভাত,ডাল, সব্জি, পনিরের পাশাপাশি মিষ্টিও দেওয়া হবে।


স্টেডিয়ামের দুটি ড্রেসিং রুম এবং একটি বড় হলঘরকে সাজিয়ে তোলা হচ্ছে। দু'টি ড্রেসিংরুমে ৪২ জন পুরুষ আক্রান্তকে রাখার ব্যবস্থা হয়েছে। হলঘরে থাকবেন দশ জন মহিলা। থাকছে পুরুষদের জন্য তিনটি এবং মহিলাদের জন্য দুটি স্থায়ী শৌচালয়। স্টেডিয়ামের মধ্যে পাম্প থাকলেও জলের লাইন বা ট্যাঙ্ক ছিল না। সেই সমস্যা মেটাতে দু'হাজার লিটারের নতুন জলের ট্যাঙ্ক তৈরি হয়েছে। জলের পাইপ লাইনের কাজও শেষ।


তিনটি ঘর মিলিয়ে কুড়িটি স্ট্যান্ড ফ্যান ও ৪৫টি টিউবলাইট লাগানো হয়েছে। রোগীদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে স্টেডিয়ামের লনকে বাহারি গাছ ও ফুলের টব দিয়ে সাজানো হয়েছে। এই লনে পায়চারি করতে পারবেন আক্রান্তরা। লনের এক প্রান্তে চেয়ার পেতে দেওয়া হয়েছে। রয়েছে এলইডি টিভি। তিনটি ঘরেই বক্স লাগানো হয়েছে। একঘেয়েমি কাটানোর জন্য প্রতিটি ঘরে সাউন্ড সিস্টেম লাগিয়ে দিয়েছেন পুর কর্তৃপক্ষ। রয়েছে তাস, লুডো ক্যারামের ব্যবস্থাও।


পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, 'আমরা সেফ হোম নিয়ে পুরোপুরি তৈরি। তৈরি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাও। বুধবার স্টেডিয়ামের সেফ হোম চালু হয়ে যাবে।'


Source: Ei Samay

Monday, September 30, 2019

নাটকীয় জায়গায় দাঁড়িয়ে লিগের খেতাব ভাগ্য

 শেষ বাধা পেরিয়েও আপাতত অনন্য ইতিহাসের পাতায় নাম লেখা হচ্ছে না পিয়ারলেসের। কলকাতা লিগের ভাগ্য ২ অক্টোবর পর্যন্ত ঝুলে থাকায়।

রবিবার বারাসতে পিয়ারলেস ২-০ হারাল জর্জ টেলিগ্রাফকে। ইস্টবেঙ্গল মাঠে বানের জল ঢুকে যাওয়ায় বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ। সেই ম্যাচ হবে কল্যাণীতে ২ অক্টোবর। লিগ জিততে হলে ৭ গোল দিতে হবে ইস্টবেঙ্গলকে। যা খুব কঠিন। পিয়ারলেস তাই এ দিন মাঠে জয়োৎসব করে ফেলল।

পিয়ারলেসের পয়েন্ট ২৩, গোলের গড় ১৩। ইস্টবেঙ্গলের পয়েন্ট ২০, গোলের গড় ৭। পিকে-নিখিল নন্দীর ইস্টার্ন রেল ১৯৫৮ সালে লিগ জেতার পর, গত ৬১ বছরে কোনও ছোট ক্লাব লিগ চ্যাম্পিয়ন হয়নি।

এ যেন শেষ হয়েও হইল না শেষ!

জর্জ টেলিগ্রাফকে শেষ ম্যাচে আনসুমানা ক্রোমার জোড়া গোলে ২-০ হারিয়েও লিগ জেতা সম্পূর্ণ হল না পিয়ারলেসের। রবিবার বিকেলে বারাসত স্টেডিয়ামে জর্জকে হারিয়ে ড্রাম বাজিয়ে যখন উৎসবে মেতেছেন ক্রোমা-অ্যান্টনি উলফ-দীপেন্দু দোয়ারিরা, আবেগহীন ভাবে দাঁড়িয়ে তা দেখছিলেন তাঁদের কোচ জহর দাস। 


গোটা স্টেডিয়াম ততক্ষণে জেনে গিয়েছে ইস্টবেঙ্গল মাঠে জোয়ারের জল ঢুকে ভেস্তে গিয়েছে এ দিনের ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ। ফলে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পিয়ারলেস শীর্ষে থেকে লিগ শেষ করলেও এখনও সরকারি ভাবে লিগ জয় হয়নি ক্রোমাদের। কারণ ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচে সাত গোলের ব্যবধানে জিতলে কলকাতা লিগ ঢুকবে লাল-হলুদ শিবিরে। কারণ, এ দিনের ম্যাচের পরে পিয়ারলেসের গোল পার্থক্য ১৩। ইস্টবেঙ্গলের ৭। ইস্টবেঙ্গল সাত গোলের ব্যবধানে জিততে না পারলে, দীর্ঘ ৬১ বছর পরে তিন প্রধানের বাইরে কলকাতা লিগ জিতে ইতিহাস তৈরি করবে পিয়ারলেস। ১৯৫৮ সালে ইস্টার্ন রেলের পরে কলকাতা ময়দানে যে কৃতিত্ব নেই কোনও দলের। 


লিগ শীর্ষে থাকা পিয়ারলেস কোচ তাই বলেন, ‘‘উৎসব তোলা থাকছে। কাগজে-কলমে তো এখনও লিগ চ্যাম্পিয়ন হইনি।’’ যোগ করেন, ‘‘ফুটবল মাঠে তো অনেক কিছুই হয়। ইস্টবেঙ্গল সাত গোলের ব্যবধানে জিততেও তো পারে!’’ আলেসান্দ্রো মেনেন্দেসের দল কি তা হলে সাত গোল করতে পারে না? এ বার আত্মবিশ্বাসী জহর বলেন, ‘‘এ বারের লিগের কোনও দলকেই ইস্টবেঙ্গল সাত গোল দেওয়ার ক্ষমতা রাখে না। যদি তাই হত, তা হলে গোলপার্থক্যে আমাদের মতো তথাকথিত ছোট দলের এত পিছনে থাকত না। আর শেষ ম্যাচে ‘জাদু’ দেখিয়ে সাত গোলের ব্যবধানে জিতে লিগ পেলে সেটা শতবর্ষে ওই ক্লাবের কলঙ্ক হয়ে থাকবে।’’


ইস্টবেঙ্গল মাঠ যদি এ দিন জোয়ারের জলে ভেসে গিয়ে থাকে, তা হলে এ বারের কলকাতা লিগ ভেসে গিয়েছে পিয়ারলেসের দুর্দান্ত পারফরম্যান্সের তরঙ্গে। মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই ক্লাবকেই তাদের মাঠে গিয়ে হারিয়ে আসা। অরূপ দেবনাথ, অভিনব বাগ, জিতেন মুর্মু, মনতোষ চাকলাদারের মতো এক ঝাঁক বাঙালি ছেলের চোখ ধাঁধানো ফুটবল প্রদর্শন। আর আনসুমানা ক্রোমার ১৩ গোল করে গোলদাতাদের শীর্ষে থাকা। শুধু পিয়ারলেসই নয়, তথাকথিত ছোট দলের পারফরম্যান্সের জোয়ারেই যে এ বার ভেসে গিয়েছে বড় দলগুলো। 


খেলা শেষে বড় ড্রাম বাজাতে শুরু করে দিয়েছিলেন পিয়ারলেসের ক্যারিবিয়ান স্ট্রাইকার অ্যান্টনি। আর তার তালে নাচছিল গোটা দল। এক সময়ে কেউ একজন এসে ক্রোমার হাতে ধরিয়ে দিয়ে গেলেন নীল কালিতে বাংলায় লেখা একটি সাদা কাগজ। যেখানে লেখা, ‘‘জর্জ টেলিগ্রাফকে ২-০ হারিয়ে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস।’’ শেষ মুহূর্তে কোচের গলায় গাঁদা ফুলের মালা দিয়ে তাঁকে কাঁধে নিয়েও শুরু হল নাচ।


দলের ম্যানেজার অশোক দত্ত এ দিন সকাল থেকেই ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে। সেখান থেকেই পুজো দেওয়ার ফাঁকে তিনি ক্রমাগত নির্দেশ দিয়ে যাচ্ছিলেন এ বারের পিয়ারলেসের দল গঠনের কারিগর ও এ দিনের ম্যানেজার সোনাই চন্দকে। তিনি আবার সকালবেলা কালীঘাটে পুজো দিয়ে এসেছিলেন বারাসতে। অশোকবাবু পুরীতেই বেলা এগারোটা নাগাদ খবর পান ইস্টবেঙ্গল মাঠ জলে ভাসছে। ফোনে আইএফএ কর্তাদের বলেন, ইস্টবেঙ্গল এ দিন না খেললে তাঁরাও খেলবেন না। কিন্তু শেষ পর্যন্ত তাঁর এই আবেদন গ্রাহ্য হয়নি।


বারাসত স্টেডিয়ামে এ দিন হাজির ছিলেন দুই প্রধানের সমর্থকেরাই। ক্রোমারা বল ধরলে চিৎকার করছিলেন মাঠে হাজির মোহনবাগান সমর্থকেরা। আর জর্জ টেলিগ্রাফ বল ধরলে খেলা দেখতে আসা ইস্টবেঙ্গল সমর্থকেরা। এর মধ্যেই ৩৬ মিনিটে অনিল কিস্কুর বাড়ানো বল ধরে ডান পায়ের জোরালো শটে ১-০ করেন ক্রোমা। দ্বিতীয়ার্ধে ফের ডান দিক থেকে সেই অনিলের সেন্টার থেকে পাওয়া বলে চকিতে ঘুরে জোরালো ভলিতে দ্বিতীয় গোল পিয়ারলেস অধিনায়কের। যা দেখে প্রেস বক্সে বসেই আনন্দে  কেঁদে ফেলেন ক্রোমা-পত্নী সাদিয়া।


শেষ পর্যন্ত লিগ কার সে ঘোষণা না হলেও, খেলা শেষে পিয়ারলেস ড্রেসিংরুমে এল এমডি পি পি রায়ের বার্তা। ক্রোমাদের বোনাস ঘোষণা করার সঙ্গেই তিনি বলছেন, ‘‘আই লিগ খেলার জন্য চিন্তাভাবনা চলছে। স্বপ্ন সফল হবে, যে দিন আমরা প্রথম একাদশের এগারোটি বাঙালি ছেলেকে নিয়ে কোনও খেতাব জিতব।’’

আটান্নর ইতিহাস তাড়া করার পথে এই স্বপ্নও দেখছে পিয়ারলেস।    

পিয়ারলেস: অরূপ দেবনাথ, অভিনব বাগ, মনতোষ চাকলাদার, ভার্নি কালন কিয়াতাম্বা, ফুলচাঁদ হেমব্রম, দীপেন্দু দুয়ারি (লক্ষ্মীকান্ত মাণ্ডি), অনিল কিস্কু, এডমন্ড পেপরা, পঙ্কজ মৌলা, জিতেন মুর্মু (নরহরি শ্রেষ্ঠ/ দীপঙ্কর দাস), আনসুমানা ক্রোমা।


জর্জ টেলিগ্রাফ: ভাস্কর রাউথ, নবি হোসেন খান, মুসলিম মোল্লা, চিন্তা চন্দ্রশেখর রাও, মোহন সরকার, ডেনসন দেবদাস, মুহম্মদ মিকদাদ কেপি (রাজীব শ), খোকন মণ্ডল, জাস্টিস মরগ্যান, সানোহ লউসেনি পাটো, জোয়েল সানডে। 


Source: Ananda Bazar

Friday, February 10, 2017

শিলিগুড়ি নয়, আই লিগ ডার্বি বারাসতেই!

 রবিবারের বড় ম্যাচ নিয়ে পারদ চড়তে শুরু করে দিয়েছে৷ মরশুমের প্রথম ডার্বিতে মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ দেখার জন্য ইতিমধ্যেই শিলিগুড়ির টিকিট কেটে ফেলেছেন শহরের ফুটবলপ্রেমীরা৷ কিন্তু ম্যাচ তো বারাসতে! চমকে গেলেন? নাহ্, দুই দলের সমর্থকদের ধন্দে ফেলার কোনও উদ্দেশ্য নেই এই প্রতিবেদনের৷তবে আই লিগের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখনও এই তথ্যই দিচ্ছে৷


I-league.org ওয়েবসাইটে গিয়ে যদিও আই লিগের সূচি খুঁজে দেখেন, তাহলেই এত বড় ‘ভুল’টি চোখে পড়বে৷ বড় বড় করে লেখা রয়েছে, আগামী রবিবার বিকেল ৪টে ৩৫ মিনিটে বারাসত স্টেডিয়ামেই আয়োজিত হতে চলেছে মরশুমের প্রথম ডার্বি৷ বেশ কয়েকদিন ধরেই এই তথ্য ফুটে উঠছে৷ এমন অনেক ক্রীড়াপ্রেমী আছেন, যাঁরা অন্য ওয়েবসাইটে ভরসা না করে অফিসিয়াল সাইট থেকে সঠিক সূচি দেখে নিতে অভ্যস্ত৷ অথচ সেখানেই রয়ে গিয়েছে এত বড় ‘ভুল’৷ ইস্টবেঙ্গলের ঘরের মাঠ হিসেবে শিলিগুড়িতে আয়োজিত হবে ম্যাচ৷ বারাসতের থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের দর্শকাসন বেশি হওয়ায় শিলিগুড়িকেই ডার্বির জন্য বেছে নেওয়া হয়েছে৷ কিন্তু বড় ম্যাচের দিন চারেক আগেও ওয়েবসাইটের ‘ভুল’ সংশোধন করা হল না৷ শুধু ডার্বিই নয়, ১৫ ফেব্রুয়ারি শিলং লাজংয়ের বিরুদ্ধেও শিলিগুড়িতে খেলবে লাল-হলুদ ব্রিগেড৷ অথচ সেই ম্যাচেরও ভেন্যু দেখাচ্ছে বারাসত স্টেডিয়াম৷


Source: Sanbad Pratidin


Wednesday, August 24, 2016

রণক্ষেত্র বারাসত স্টেডিয়াম, রেফারিকে ফেলে মারলেন সেনা ফুটবলাররা

 লাতিন আমেরিকার দেশগুলিতে হামেশাই এমন ঘটনা ঘটে৷ ব্রাজিল, আর্জেন্তিনা, পেরু, বলিভিয়ার মতো দেশগুলিতে স্থানীয় ক্লাব ফুটবলে খেলার মাঠে হাতাহাতি-মারামারি গড়পরতা বিষয়৷ দুই দলের ফুটবলারদের মধ্যে মারামারি গড়ায় ড্রেসিং রুম পর্যন্ত৷ তাতে কর্তাব্যক্তিরাও যোগ দেন৷ হিংসা ছড়ায় গ্যালারির দর্শকদের মধ্যেও৷ পরে বোমাবাজি, গুলিবৃষ্টি, দাঙ্গার আখার নেয় তা৷ একবার তো রেফারিই নিজেই পকেট থেকে রিভলবার বের করে ফুটবলারকে গুলি মেরে দিয়েছিল৷ আফ্রিকা, মধ্য প্রাচ্যের দেশগুলিতে ফুটবল ম্যাচে হিংসার বলি হয়ে ফি বছর মারা যান বহু মানুষ৷


কিন্তু এসবই তো বহির্বিশ্বের ঘটনা৷ তা নিয়ে শহরবাসীর মাথাব্যাথা কী? তবে মঙ্গলবার কলকাতা ফুটবল লিগের একটি ফুটবলে ম্যাচে যা হল তা এই দেশগুলির ঘটনারই সমান৷


এরিয়ান বনাম আর্মি একাদশের ম্যাচ ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন৷ তাও গ্যালারিতে নয়, একেবারে মাঠের মধ্যেই শুরু হয়ে যায় মারামারি-হাতাহাতি৷ চলতি কেন, কলকাতা লিগে এমন দৃশ্য এর আগে চোখে পড়েনি৷


সেনা দলের তরফে অভিযোগ, প্রথম থেকেই এরিয়ানকে টেনে খেলাচ্ছিলেন কোচ৷ এরিয়ানের ডাগআউট ও সমর্থকদের দিক থেকে সেনাদের তাক করে লাগাতার গালিগালাজ ভেসে আসছিল৷ রেফারিকে সে কথা জানালেও তিনি তা কানে নেননি৷ ঘটনা চরম পর্যায়ে পৌঁছয় ম্যাচের শেষ দিকে৷ তখন খেলার বয়স ৮৯ মিনিট৷ কোনও পক্ষই তখনও গোলের মুখ খুলতে পারেনি৷


এরিয়ানের পরিবর্ত নামার জন্য সময় নষ্ট হচ্ছিল৷ তখনই রেফারি অজিত দত্তর বিরুদ্ধে তোপ দাগেন সেনা দলের কোচ বিবি কার্কি ও কোচিং স্টাফরা৷ কার্কির অভিযোগ, রেফারির সঙ্গে কথা বলতে গেলে তিনি কোচকে ধাক্কা মারেন৷ রেগে গিয়ে সেনা দলের ফুটবলাররা রেফারিকে মারতে শুরু করেন৷ সেনাদের ক্ষোভের হাত থেকে রক্ষা পাননি চতুর্থ রেফারি উত্তম সরকারও৷ এমনকী রেফারিকে মাটিতে ফেলে পেটানো হয়৷ রেফারির গায়ে হাত তোলার ঘটনা স্বীকার করে নিয়েছেন কোচ৷ গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ৷


গোটা ঘটনা ইতিমধ্যেই আইএফএ-এর কানে পৌঁছেছে৷ আইএফএ-এর তরফে জানানো হয়েছে, রেফারির রিপোর্ট ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে৷


Source: Sanbad Pratidin

Thursday, February 5, 2015

সংস্কারের অভাবে ‘হানাবাড়ি’ বারাসত স্টেডিয়াম

 এক সময় যা পাওয়ার জন্য আইএফএ কর্তারা হন্যে হয়ে উঠেছিলেন, এখন হাতে পেয়েও তা ‘গলার কাঁটা’ হয়ে উঠেছে৷


বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন এখন বাংলার ফুটবলের অভিভাবক সংস্থার ‘গলার কাঁটা’৷ রক্ষণাবেক্ষণের অভাবে এই স্টেডিয়াম এখন কার্যত হানা বাড়িতে পরিণত৷ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আইএফএ অ্যাকাডেমিও৷


সবথেকে আশঙ্কার কথা, এখানে আই লিগের ম্যাচ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে৷ এ বার এপ্রিল থেকে যুবভারতীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে৷ আই লিগে মোহনবাগান, ইস্টবেঙ্গলের বাকি দু’মাসের হোম ম্যাচ হওয়ার কথা এই স্টেডিয়ামেই৷ বর্তমানে স্টেডিয়াম ও তার আশেপাশের যা হাল তাতে এই বড় টিমের ম্যাচ দেওয়া হলে বিরাট দুর্ঘটনা ঘটে যাবে৷ এআইএফএফ যদি এই স্টেডিয়াম এখন পরিদর্শন করে তাহলে নিরাপত্তার অভাব দেখিয়ে তারা ম্যাচ তুলে নেবেই৷ মোহনবাগান, ইস্টবেঙ্গলের পক্ষে তাহলে আর ঘরের মাঠে ম্যাচ খেলার সুযোগই থাকবে না৷ কারণ যুবভারতীর বিকল্প হিসেবে বারাসত ছাড়া রয়েছে কল্যাণী৷ কিন্তু কল্যাণীতেও সংস্কারের কাজের জন্য স্টেডিয়াম বন্ধ৷


বছর চারেক আগে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের থেকে ২৫ বছরের লিজে এই স্টেডিয়াম ব্যবহারের অনুমতি পেয়েছিল আইএফএ৷ এর জন্য স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্বই বর্তেছিল আইএফএর ওপর৷ চুক্তির শর্তে পরিষ্কার বলা হয়েছিল, স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ ছাড়াও এর পরিকাঠামোর উন্নয়ন, পথঘাট নির্মাণ, আলো ও সৌন্দর্যায়ন করার কাজও করতে হবে আইএফএকে৷ তৈরি করতে হবে আধুনিক মানের প্রেসবক্সও৷


কিন্তু এই চার পাঁচ বছরের মধ্যে সুইমিং পুল ছাড়া পরিকাঠামোগত উন্নয়ন কিছু হয়নি৷ আর এই সুইমিং পুলটাই একমাত্র এই স্টেডিয়ামে রোজগারের একমাত্র পথ আইএফএর৷ একটা টেনিস কোর্ট করা হয়েছিল৷ তাতে কোনও দিনই খেলা না হওয়ায় এখন আপাতত তা আগাছার জঙ্গলে মুখ ঢেকেছে৷ ব্যাডমিন্টন কোর্টে ঢোকার অবস্থা নেই৷ কারণ সেখানে মাথার উপর ভেঙে পড়ছে সিমেন্টের চাঙর৷


আইএফএ তার অ্যাকাডেমি গত আড়াই বছর থেকে এখানেই চালাচ্ছে৷ কিন্তু ফুটবলারদের থাকার স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাও যেমন করা হয়নি, তেমনই হয়নি সংস্কারও৷ ফলে বাথরুম থেকে শুরু করে থাকার জায়গা এত বেহাল হয়ে পড়েছিল যে চলতি সপ্তাহ থেকে সেই অ্যাকাডেমিও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল৷


স্টেডিয়াম চত্বর ঘুরে দেখা গেল, যেন এক ভগ্নস্তুপ৷ আগাছার জঙ্গল, গ্যালারির বাইরের দিকে খসে পড়া চাঙর৷ অ্যাকাডেমির ছেলেদের থাকার ঘরের জানলা দিয়ে দেখা গেল, চারদিকে নোংরা ছেঁড়াখোঁড়া অগোছালো বিছানাপত্র, ঘরের মধ্যে বিপজ্জনকভাবে ঝুলছে বৈদ্যুতিক তার৷ তাদের থাকার জায়গার বাইরেও বৈদ্যুতিক কেবল ঝুলছে আরও বিপজ্জনকভাবে৷ জলের ট্যাপগুলো সবই খারাপ৷ গ্যালারির ভিতরের দিকে বাথরুমগুলোর অস্তিত্ব নেই বললেই চলে৷ রাস্তাঘাটও পাল্লা দিয়ে খারাপ৷ সন্ধে নামার পর চারদিকে নেমে এল অন্ধকার৷ গেটের সামনে কয়েকটা আলো৷ ভিতরটা পুরো অন্ধকারে ডুবে রয়েছে৷


স্থানীয় মানুষের বক্তব্য, দীর্ঘদিনের উদাসীনতার ফলে বারাসতের গর্বের এই স্টেডিয়ামের আজ হাল৷ ফিফার টাকায় তৈরি অ্যাস্ট্রো টার্ফ দেখা আর সুইমিং পুল চালিয়ে রোজগার করা ছাড়া আইএফএ আর কিছুতেই নজরদারি করতে পারছে না৷ অথচ স্টেডিয়াম দেখাশুনোর জন্য গত কয়েক বছরে কর্মী সংখ্যা অনেক বেড়েছে৷ অভিযোগ, জেলবন্দি ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের সুপারিশে ঢোকা চার কর্মচারী আইএফএ কর্মীদের থেকেও বেশি মাইনে পেতেন৷ এঁদের মধ্যে


তিনজন এখন কাজেই আসেন না৷ বাকিরাও তত্ত্বাবধানের অভাবে কাজ করেন না৷ তাই এই বেহাল অবস্থা৷


জানা গেল, স্টেডিয়ামকে ম্যাচ করানো ও অ্যাকাডেমি চালানোর জন্য উপযোগী করে তুলতে প্রায় দু’কোটি টাকা দরকার৷ স্পনসরহীন কলকাতার ফুটবলের এমনিতেই ভাঁড়ে মা ভবানী অবস্থা৷


আইএফএ-ও তার নিয়মিত কাজকর্ম চালাতে হিমশিম খাচ্ছে৷ সেখানে এই টাকা পাওয়া খুব কঠিন৷ এর মধ্যে অবশ্য আশার আলো দেখাচ্ছেন আইএফএ সচিব উত্‍পল গঙ্গোপাধ্যায়৷ স্টেডিয়ামের বেহাল দশার কথা মেনে নিয়েও তিনি বললেন, ‘সংস্কারের কাজ আমরা শুরু করে দিয়েছি৷ অ্যাকাডেমি বন্ধ রাখা হয়েছে সে জন্যই৷ মার্চ মাসের মধ্যে আমরা ফের তা ব্যবহার উপযোগী করে তুলব৷ আই লিগের ম্যাচ আয়োজনের কোনও সমস্যা হবে বলে মনে করি না৷’


সচিব আশ্বাস দিলেও পরিস্থিতি বলছে, আগের মতো এ বারও হয়তো বেশ কয়েক লক্ষ টাকা ঢেলে জোড়াতালি দিয়ে আইএফএ আই লিগ ম্যাচ উতরে ফেলবে৷ কিন্তু সামগ্রিক উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের পাকা ব্যবস্থা কিছুই হবে না৷ অদূর ভবিষ্যতে আইএফএর হাতছাড়া হয়ে যেতে পারে এই স্টেডিয়াম৷


Source: Ei Samay

Tuesday, October 18, 2011

যুবভারতীর বিকল্প,বারাসাত স্টেডিয়াম

 আই লিগে কলকাতার দলগুলির ম্যাচের জন্য যুবভারতীর বিকল্প মাঠ হতে পারে বারাসাত স্টেডিয়াম। দর্শকহাঙ্গামার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কালোতালিকাভুক্ত ছিল এই স্টেডিয়ামটি। এবার আই লিগে অংশগ্রহণ করছে কলকাতার চারটি দল।ইস্টবেঙ্গল,মোহনবাগান,প্রয়াগ ছাড়াও পৈলান অ্যারোজও তাদের হোম ম্যাম খেলবে যুবভারতীতেই।


এর ফলে যুবভারতীর উপর চাপ বাড়বে।তাই আইএফএ কর্তারা চাইছেন,বিকল্প মাঠ হিসাবে বারাসাত স্টেডিয়ামকে প্রস্তুত রাখতে।

Source: Zee News