Showing posts with label food delivery to aged. Show all posts
Showing posts with label food delivery to aged. Show all posts

Thursday, March 26, 2020

বারাসতের প্রবীণদের জন্য ফুড ডেলিভারি জোম্যাটো-র

 লকডাউন পরিস্থিতিতে একাকী প্রবীণ নাগরিকদের সুবিধার্থে মঙ্গলবারই বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছিল বারাসত জেলা পুলিশ। এ বার সেই হেল্পলাইন নম্বর দেখে প্রবীণ নাগরিকদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিল একটি ফুড ডেলিভারি সংস্থা। বুধবার দুপুরে ওই সংস্থার কয়েকজন কর্মী বারাসত থানায় এসে পুলিশের সঙ্গে কথা বলেন। কী ভাবে সংস্থার কর্মীরা প্রবীণ নাগরিকদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন, এই কাজে কতজন কর্মী নিযুক্ত থাকবেন তার বিস্তারিত তথ্যও তাঁরা তুলে ধরেন পুলিশের কাছে। এই উদ্যোগের প্রশংসা করেছে বারাসত থানার পুলিশ।

লকডাউন চলাকালীন বারাসতের বিভিন্ন এলাকায় বসবাসকারী একাকী প্রবীণ নাগরিকদের সাহায্য করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে (৬২৯২২১২৩৭৮)। এই নম্বরে প্রবীণ নাগরিকরা ফোন করে নিরাপত্তা থেকে শুরু করে খাদ্যসামগ্রী, চিকিৎসাজনিত কিংবা অন্য যে কোনও সমস্যার কথা জানাতে পারবেন। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রবীণের বাড়িতে পুলিশ পৌঁছে গিয়ে প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সংস্থার কর্মী অভিজিৎ সরকার বলেন, 'পুলিশের দেওয়া হেল্পলাইনে যে কোনও খাবার অর্ডার করলেই জোম্যাটোর কর্মীরা পৌঁছে যাবেন প্রবীণ নাগরিকদের বাড়িতে। তুলে দেওয়া হবে অর্ডার অনুযায়ী খাবার। এ জন্য ২০-২২ জনের একটি গ্রুপ তৈরি করা হয়েছে।'

Source: Ei Samay