Showing posts with label lost child found at Barasat Kishalaya. Show all posts
Showing posts with label lost child found at Barasat Kishalaya. Show all posts

Saturday, August 12, 2017

হারিয়ে যাওয়া ছেলের সন্ধান বারাসতের কিশলয় হোমে

হারিয়ে যাওয়া ছেলেকে উদ্ধারের জন্য দিল্লি থেকে বারাসতে এসে নাজেহাল ১ দম্পতি। ৩ বছর আগে নিউদিল্লি স্টেশনে হারিয়ে যায় তাঁদের পুত্র। চলতি বছরের মে মাসে ছেলের সন্ধান পান বারাসতের কিশলয় হোমে। ততক্ষণে ওই হোম থেকে পালিয়ে যায় ওই কিশোর। পুলিস উদ্ধার করার পর আরও ১ মহিলা তাকে নিজের সন্তান বলে দাবি করে। কোর্টের নির্দেশে আপাতত সেখানেই রয়েছে অর্জুন নামে পরিচিত ওই কিশোর। সে নিজেও ওই মহিলার কাছে তঅ থাকতে চায় বলেই দাবি হোম কর্তৃপক্ষের। তবে বিভ্রান্তি এড়াতে বাবা-মায়ের সঙ্গে ওই কিশোরেরও DNA পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হোম কর্তৃপক্ষ।


Source: Zee 24 Ghanta