Showing posts with label noapara barasat metro. Show all posts
Showing posts with label noapara barasat metro. Show all posts

Wednesday, May 24, 2023

বারাসত রুটে মেট্রোর কাজে বড় সাফল্য

 নোয়াপাড়া-বারাসত ভায়া বিমানবন্দর রুটে মাইকেলনগরে মেট্রোর টানেলের আগে বসল বিশেষ দেওয়াল। ব্যস্ততম জাতীয় সড়কের গাড়ির চাপ সামলে এটা করা সম্ভব হল অবশেষে। 



নোয়াপাড়া-বারাসত ভায়া বিমানবন্দর রুটে মাইকেলনগরে মেট্রোর কাজের বিরাট অগ্রগতি। ২৪.৮ মিটার ডায়াফ্রাম দেওয়ালে খাঁচা আটকানো সম্ভব হল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ মে থেকে কাজ শুরু হয়েছিল। জাতীয় সড়ক ১২তে বাঁকরা এলাকায় অবশেষে সেই খাঁচা বসানো সম্ভব হয়েছে। এটি ২৬.১২৫ মিটার লম্বা ও ৫ মিটার চওড়া। অত্যন্ত ব্যস্ততম রাস্তায় ট্রাফিক পুলিশের সহায়তায় এটা স্থাপন করা সম্ভব হয়েছে।


মেট্রোর তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশক মিত্র জানিয়েছেন,  জাতীয় সড়কের ব্যস্ততম মাইকেলনগর স্টেশনে ঢোকার মুখে তিনটি ডায়াফ্রাম ওয়াল স্থাপন করাটা চ্য়ালেঞ্জিং ছিল। সুপরিকল্পনা ও নানা মেশিনারির মাধ্যমে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বিমানবন্দর স্টেশনের সঙ্গে যুক্ত হবে এই রুট। সহায়তা করার জন্য সকলকে ধন্য়বাদ জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে শহরের একাধিক মেট্রো প্রকল্প একেবারে পুরোদমে চলছে। 



মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি নিয়মিত কাজের উপর নজর রাখছেন। তিনি নিজেও বিভিন্ন সাইটে গিয়ে কাজের অগ্রগতি সম্পর্কে দেখে আসছেন। তবে এবার ভায়া বিমানবন্দর -বারাসাত রুটে বড় কাজ হয়ে গেল। একটা বড় চ্য়ালেঞ্জ সফলতার সঙ্গে উতরে গেল কর্তৃপক্ষ।  কলকাতা মেট্রো। 


Monday, February 29, 2016

নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো চলার প্রস্তাব

  ই এম বাইপাসের পর এবার মেট্রো জুড়ছে VIP রোডকেও। মেট্রো নেটওয়ার্কের আওতায় চলে আসছে কেষ্টপুর,বাগুইআটির মতো জনবহুল এলাকা। দৈর্ঘ্যে বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সল্টলেকের সেন্ট্রাল পার্ক নয়, সাড়ে পাঁচ কিমি এগিয়ে মেট্রো থামবে ভিআইপি রোডের হলদিরামে।


ইউপিএ ওয়ান সরকারের আমলে বাম জমানায় হাওড়া ময়দান থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প হাতে নেওয়া হয়।


ঠিক হয় হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন হয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো পৌছবে এপারে, কলকাতায়।  এরপর বিবাদীবাগ, শিয়ালদা,ফুলবাগান হয়ে আড়াআড়ি বাইপাস পেরিয়ে সল্টলেকের সেক্টর ফাইভ। ডিপো তৈরি হবে সেন্ট্রাল পার্কে। এরপরেই রাজ্যে পরিবর্তনের হাওয়া। ইউপিএ দুই এর রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯-১০-১১ তিনটি রেল বাজেটে কলকাতা এবং শহরতলীকে মেট্রো দিয়ে কার্যত ঘিরে ফেলার প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


নতুন চারটি মেট্রো প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়।

এক- নিউগড়িয়া-এয়ারপোর্ট

দুই-জোকা-বিবাদীবাগ

তিন-নোয়াপাড়া-বিমানবন্দর-বারাসত

চার-নোয়াপাড়া-বরানগর-দক্ষিণেশ্বর-বারাকপুর


রাজ্যের পরিবহণ কর্তারা সেসময়ই ইস্ট-ওয়েস্ট মেট্রো এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেন। শহরের তিন প্রান্তের সঙ্গে বিমানবন্দরের যোগসূত্র তৈরির জন্যই নেওয়া হয় এই পরিকল্পনা। সমীক্ষা শুরু করে RITES। দেখা যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোও সেন্ট্রাল পার্ক থেকে বৈশাখী  হয়ে Vip বরাবর কেষ্টপুর,বাগুইআটি,রঘুনাথপুর হয়ে হলদিরাম পর্যন্ত যেতে কোনও অসুবিধা নেই।


Source: Zee 24 Ghanta