Showing posts with label shutthan started at barasat. Show all posts
Showing posts with label shutthan started at barasat. Show all posts

Saturday, June 1, 2019

শুটিং টুর্নামেন্ট শুটাথন শুরু বারাসতে

 অভিনব শুটিং টুর্নামেন্ট হচ্ছে বারাসতে আদিত্য স্কুলে। আয়োজক প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার। জড়িয়ে আছেন অলিম্পিকে ভারতের একমাত্র সোনাজয়ী প্রাক্তন শুটার অভিনব বিন্দ্রাও।


শুরুতে নকআউট। তারপরে কিছুটা লিগ। এ ভাবে 'শুটাথন ২০১৯' শুরু হবে শুক্রবার থেকে। প্রাক্তন অলিম্পিয়ান অয়নিকা পাল সহ এক ঝাঁক জাতীয় স্তরের শুটার এখানে অংশ নেবেন। বাংলাদেশের অলিম্পিয়ানও এখানে আসছেন।


কেন হঠাৎ করে এই ধরণের শুটিং? যা অতীতে ভারতের মানচিত্র খুবই কমই দেখা গিয়েছে। জয়দীপের দাবি, 'অতীতে কোনওদিনই দেশের মধ্যে এ ধরণের টুর্নামেন্ট হয়নি। এই প্রথম।'


পিছনে আরও কারণ রয়েছে। অলিম্পিকের মতো গেমসে শুটিং নিয়ে প্রশ্ন উঠছে। প্রচুর শুটার। দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা টানতে হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এরমধ্যে আন্তর্জাতিক শুটিং ফেডারেশনকে তা নিয়ে ভাবনা চিন্তা করতে নির্দেশ দিয়েছে। সবমিলিয়ে সময় কমিয়ে আনতে হবে শুটিংয়ের। কমাতে হবে ইভেন্টও।


জার্মানিতে শুটিং লিগ, ও বিভিন্ন দেশের লিগ দেখে একটি অভিনব টুর্নামেন্ট করছেন জয়দীপ। তাঁর কথায়, 'এই টুর্নামেন্ট সফল হলে অভিনব বিন্দ্রা দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক শুটিং ফেডারেশনের সঙ্গে কথা বলবেন। পরীক্ষামূলকভাবে তা গোটা বিশ্বে তা চালু করার জন্য। নতুন একটা পথ দেখানো যায় কি না, তা খতিয়ে দেখা হবে।'


তিন দিনের এই টুর্নামেন্টে যাবতীয় পুরস্কারের দায়িত্ব বিন্দ্রা ফাউন্ডশনের। অভিনব এখানে আসবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। জয়দীপের কথায়, 'স্টার স্পোর্টসের সঙ্গে কথা হয়েছে কিছু ম্যাচ তারা দেখাবে।'


অভিনব এই মিটে আটজন শুটার একসঙ্গে দাঁড়িয়ে শুট করছেন না। দু'জন করে শুট করবেন। ফলে সকলেই প্রতিযোগিতা অনুভব করতে পারবেন। এখনও পর্যন্ত ৬০জন শুটার এখানে অংশ নেওয়ার কথা। মেহুলি ঘোষও অংশ নেবেন নতুন এই ইভেন্টে।

Source: Ei Samay