Showing posts with label future group warehouse at barasat. Show all posts
Showing posts with label future group warehouse at barasat. Show all posts

Wednesday, November 26, 2014

বর্ধমান, বারাসতে গুদাম গড়ছে ফিউচার গোষ্ঠী

 ই-কমার্স ব্যবসা পণ্য পরিবহণ ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলে আশাবাদী ফিউচার গোষ্ঠীর লজিস্টিক ব্যবসা ফিউচার সাপ্লাই চেনের সিইও অংশুমান সিং৷ তিনি জানান, খুব শীঘ্রই গুদামঘর পরিকাঠামো গড়তে দেশে ১৫-২০ লক্ষ বর্গফুট জমিতে বিনিয়োগ করবে ফিউচার সাপ্লাই চেন৷ সিং জানান, সারা দেশে যথেষ্ট পরিমাণ গুদামঘর গড়তে ফিউচার সাপ্লাই চেন ‘৯+১১’ কৌশলে এগোচ্ছে ফিউচার গোষ্ঠী৷ ফিউচার সাপ্লাই চেন সারা দেশে ৯টি বড় শহরে গুদামঘর গড়বে৷ পাশাপাশি ১১টি উপশহরেও তৈরি হবে গুদামঘর৷ কেন্দ্রীয় সরকার পণ্য-পরিষেবা কর বা জিএসটি চালু করলে পণ্য পরিবহণে যে ধরনের পরিকাঠামো প্রয়োজন তা ২০১৬ সালের মধ্যেই তৈরি করে ফেলতে চায় ফিউচার সাপ্লাই চেন৷


অংশুমান সিং জানিয়েছেন, কলকাতাতে তো বটেই পশ্চিমবঙ্গের বারাসত এবং বর্ধমানেও পণ্য মজুত কেন্দ্র খুলছে ফিউচার সাপ্লাই চেন৷ তাদের আয়তন হবে পাঁচ লক্ষ বর্গফুট থেকে ৩০ লক্ষ বর্গফুটের মধ্যে৷ এ রাজ্যে বিনিয়োগ প্রসঙ্গে সিং বলেন, ‘প্রতি বর্গফুট পিছু সংস্থার ২০০০ টাকা খরচ হয়৷ এটা স্রেফ বিল্ডিংয়ের খরচ৷ এর উপর জমি এবং অন্যান্য খরচ রয়েছে৷’ পূর্বাঞ্চলে কলকাতা-বারাসত এবং বর্ধমান ছাড়াও গৌহাটিতে গুদামঘর খুলছে ফিউচার সাপ্লাই চেন৷ এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলেও পণ্য ডেলিভারির জন্য ফিউচার সাপ্লাই চেনের এক্সপ্রেস ব্যবসার সম্প্রসারণ করা হচ্চে বলে জানান অংশুমান সিং৷ তাঁর মতে, ই-কমার্স ব্যবসায় থার্ড পার্টি লজিস্টিক সংস্থাকে বরাত দেওয়ার প্রবণতা পণ্য-পরিবহণ ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করবে৷ তার কারণ বড় ই-কমার্স সংস্থা ছাড়া প্রায় সবাই থার্ড পার্টি লজিস্টিক সংস্থার উপর নির্ভর করে৷


ফিউচার সাপ্লাই চেনের প্রধান অংশীদার হল ফিউচার গোষ্ঠীর আর এক সংস্থা ফিউচার রিটেল লজিস্টিক৷ এ ছাড়া হংকংয়ের ফাং ক্যাপিটালের মালিকানা রয়েছে ফিউচার সাপ্লাইচেনে৷ সিং জানিয়েছেন, ফিউচার সাপ্লাই চেনের ৬৫ শতাংশ ব্যবসা আসে ফিউচার গ্রুপের বাইরে থেকে৷ ব্যবসায় ই-কমার্স সংস্থার অবদান শতাংশের হিসেবে এখন কম তবে তা দিন দিন বাড়ছে৷ ফিউচার গোষ্ঠীর বাইরে গাড়ির যন্ত্রাংশ, এটিএম মেশিন, ফার্মা, বৈদ্যুতিন যন্ত্র, পোশাক এবং হালকা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সামগ্রী পরিবহণ করে থাকে ফিউচার সাপ্লাই চেন৷


Source: Ei Samay