Showing posts with label Barasat Rail Station. Show all posts
Showing posts with label Barasat Rail Station. Show all posts

Monday, November 9, 2020

লকডাউনে গার্ডরেলে ঘিরল বারাসত স্টেশন, যাত্রা–স্বাচ্ছন্দ্যে চলমান সিঁড়ি, লিফট

 লকডাউনে গত প্রায় ৮ মাস ধরে পশ্চিমবঙ্গে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। আর এই সময়টাকে কাজে লাগিয়ে হাওড়া, শিয়ালদহর মতো ব্যস্ত স্টেশনগুলি যাত্রীহীন থাকার সুযোগে সেজে উঠেছে। বিশ্বমানের সমস্ত সুযোগ–সুবিধা পাওয়া যাবে ওই স্টেশনগুলি থেকে। এবার একইভাবে ভোলবদলে আমূল পরিবর্তন হচ্ছে বারাসত স্টেশনের। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফুট ওভারব্রিজ, চলমান সিঁড়ির পাশাপাশি প্রবীণদের জন্য লিফটও তৈরি হচ্ছে উত্তর ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ বারাসত স্টেশনে।


বারাসত স্টেশন সাজিয়ে তুলতে খরচ করা হচ্ছে ৫ কোটি টাকা। এর বাইরে রয়েছে নির্মাণের খরচ। সমস্ত কাজ শেষ হতে আরও কিছু দিন লাগবে বলে জানা গিয়েছে। আর কী কী হচ্ছে বারাসত স্টেশনে?‌ ব্যস্ততম এই স্টেশনের সর্বত্র ছাউনি ছিল না। বৃষ্টি এলে সমস্যায় পড়তে হত যাত্রীদের। সেই কথা মাথায় রেখে পুরো স্টেশন জুড়ে বসানো হচ্ছে ছাউনি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন, অকারণ অনেকে স্টেশনে ঢুকে পড়ে। তাতে যেমন ভিড় বাড়ে তেমনই নানা সমস্যা দেখা দেয়। সেই প্রবণতা আটকাতে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে বারাসত স্টেশন। অবৈধ নির্মাণ ভেঙে লাগানো হচ্ছে গার্ডরেল।


এদিকে, বারাসত স্টেশনে জোরকদমে চলছে সৌন্দর্যায়নের কাজ। কলকাতার ঐতিহ্যপূর্ণ স্থান, মনীষীদের ছবি আঁকার কাজ চলছে দেওয়ালে দেওয়ালে। ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত চলমান সিঁড়ি তৈরির কাজও প্রায় শেষ। গার্ডরেল দিয়ে স্টেশন ঘিরে ফেলার এই উদ্যোগে লাইন পারাপারের জন্য দুর্ঘটনার সম্ভাবনাও কমবে বলে মনে করা হচ্ছে। এখনও অনেক কাজ বাকি থাকলেও বুধবার থেকে ট্রেন চলাচল ফের শুরু হলে নতুন কাজকর্মের বেশ কয়েকটি সুবিধা পাবেন যাত্রীরা। স্বাভাবিকভাবেই রেলের এই উদ্যোগে খুশি তাঁরা।


Source: Hindustan Times


চলমান সিঁড়ি, ফুটব্রিজ সংস্কারে ভোল বদলাচ্ছে বারাসত স্টেশন

 যাত্রী-স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ রেখে সংস্কার করা হচ্ছে ফুট ওভারব্রিজের, তৈরি হচ্ছে চলমান সিঁড়ি, প্রবীণদের জন্য লিফট। যাত্রীরা রোদ-জলে অসুবিধায় যাতে না পড়েন, তার জন্য যে সব জায়গায় ছাউনি ছিল না, সেখানে তৈরি হচ্ছে ছাউনি। স্টেশন চত্বর ঘিরে দেওয়া হচ্ছে গার্ডরেল দিয়ে। এ ছাড়াও, দেওয়ালে লাগানো হচ্ছে কলকাতার ঐতিহ্যপূর্ণ স্থান, মনীষীদের ছবি। দীর্ঘদিন লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকার সুযোগে শিয়ালদহের ধাঁচে এ ভাবেই সেজে উঠছে শিয়ালদহ-বনগাঁ শাখার বারাসত জংশন স্টেশন। রেল সূত্রের খবর, বারাসত স্টেশনকে আগেই মডেল স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছিল। এ বার স্টেশনের নানা পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি সৌন্দর্যায়নের কাজ চলছে জোরকদমে। আগামী বুধবার থেকে ট্রেন চলাচল ফের শুরু হলে নতুন পরিকাঠামোর কয়েকটির সুবিধা পাবেন যাত্রীরা।



এত দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে ভিড় নেই বললেই চলে। তাই সুষ্ঠু ভাবে সব কাজ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী। তিনি আরও বলেন, ‘‘চলমান সিঁড়ি, বয়স্কদের জন্য লিফট বসানো ছাড়াও অকারণ স্টেশনে ঢুকে পড়ার প্রবণতা আটকাতে বারাসত স্টেশন গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে।’’


রেল সূত্রে জানা গিয়েছে, দমদমের পরে শিয়ালদহ-বনগাঁ শাখার বারাসতই একমাত্র জংশন স্টেশন যেখানে চলমান সিঁড়ি তৈরি হচ্ছে। এই প্রসঙ্গে ওই স্টেশনের এক আধিকারিক জানান, জংশন হিসেবে বারাসত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। শিয়ালদহ থেকে এসে এখান থেকেই বনগাঁ এবং বসিরহাটের লাইন ভাগ হয়ে যায়। ফলে এই স্টেশনে যাত্রীদের চাপও বেশি থাকে। তাই চলমান সিঁড়ি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বারাসত স্টেশনে গিয়ে দেখা গেল, অবৈধ নির্মাণ ভেঙে লোহার গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে গোটা স্টেশন চত্বর। এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত চলমান সিঁড়ি তৈরির কাজও প্রায় শেষ। পূর্ব রেল সূত্রের খবর, অসচেতন ভাবে লাইন পারাপারের জন্য দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়। সেই সমস্যার সমাধানে গার্ডরেল দিয়ে স্টেশনের চার দিক ঘিরে ফেলা হচ্ছে। তবে স্টেশনের এ-পার থেকে ও-পারে যাওয়ার জন্য পুরনো ফুটব্রিজটিই ব্যবহার করতে দেওয়া হচ্ছে।


রেল সূত্রের খবর, স্টেশনের সর্বত্র ছাউনি না থাকায় বৃষ্টি হলেই ভিজতে হত অনেক যাত্রীকে। সেই সমস্যা থেকে বাঁচতে পুরো স্টেশনে ছাউনি নির্মাণের কাজও চলছে। বারাসত স্টেশনটি শুধুমাত্র সাজিয়ে তুলতেই ৫ কোটি টাকা খরচ করা হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল। এর বাইরে রয়েছে নির্মাণের খরচ। কিছু দিনের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে।


এই কাজের প্রশংসা করছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বারাসত কলেজের ছাত্র রাজা দে বলেন, ‘‘স্টেশন চত্বর ঘিরে দেওয়ায় অকারণে লোকের আনাগোনা, স্টেশনে বসে আড্ডা দেওয়া কমবে। ফুটব্রিজ ব্যবহার করলে দুর্ঘটনার আশঙ্কা কমবে।’’


Source: Ananda Bazar

Wednesday, April 1, 2020

ভিক্ষা নয়, বারাসতের অভুক্ত মুখে খিচুড়ি দিলেন সুমিত্রারা

 সুনসান স্টেশন চত্বর। দোকানপাট সব বন্ধ। ট্রেন চলাচল তো কবেই বন্ধ হয়ে গিয়েছে। বারাসত স্টেশনের ভিখারিরা বুঝতেই পারছে না হঠাৎ কী হল। সব ভোঁ-ভা!

করোনাভাইরাস, লকডাউন, আইসোলেশন- এই শব্দগুলি তাঁদের কাছে অর্থহীন। দু'দিনে দু'মুঠো ভাতও জোটেনি। কে-ই বা ভাত তুলে দেবেন ওঁদের মুখে? করোনা থেকে বাঁচতে সকলে গৃহবন্দি।

গত দু'দিনের মতো শুক্রবারটাও উপোসেই কাটত ওই ভিখারিদের। খিদা মেটাতে রাস্তার কল থেকে পেট ভরে জল খাওয়া ছাড়া আর উপায় ছিল না। আচমকা সুনসান বারাসত স্টেশনে মুখে মাস্ক বেঁধে হাজির কয়েকজন মহিলা। সঙ্গে খিচুড়ির হাঁড়ি, হাত ধোওয়ার সাবান। প্রায় সকলে স্থানীয় একটি আবাসনের বাসিন্দা। লকডাউনের মধ্যে শহরের ভিখারিদের জন্য তাঁরা রান্না করেছেন। নিজেদের বাড়ির খাবার বাঁচিয়েই এই খিচুড়ি তৈরি হয়েছে বলে জানালেন আয়োজনের মূল উদ্যোক্তা সুমিত্রা রায়। তাঁর কথায়, 'বারাসত স্টেশন বেশ কিছু মানুষের স্থায়ী ঠিকানা। স্থানীয় ব্যবসায়ী আর নিত্যযাত্রীদের ভরসায় ওঁরা বেঁচে থাকেন। কিন্তু লকডাউনের জন্য এখন সব কিছু বন্ধ। ফলে বিভিন্ন বয়সের এই ভিখারিদের উপোস করেই দিন কাটাতে হচ্ছে। আমাদের আবাসনের মহিলারা অনেকে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি ওঁদের জন্য।'

বারাসত স্টেশনের জনা দশেক ভিখারি খাওয়ার পরে বেঁচে গিয়েছিল অনেকটা খিচুড়ি। তা দেখে তাঁরাই প্রস্তাব দিলেন অদূরে হৃদয়পুর স্টেশন ও চাঁপাডালি মোড়ে কিছু ভবঘুরে থাকেন। গত দু'দিন তাঁদেরও পেটে কিছু পড়েনি। তাই ওঁদেরও যদি খাওয়ানোর ব্যবস্থা করা যায়। আপত্তি করেননি সুমিত্রা, জয়া, রূপারা। যানবাহন বন্ধ। বারাসত স্টেশনের ভিখারিদের সঙ্গে হেঁটেই ওই গৃহবধূরা পৌঁছে গেলেন চাঁপাডালিতে। সেখানে খাবার বিলির বন্দোবস্ত করলেন স্টেশনের ভিখারিরাই। তবে সুমিত্রাদের কড়া নির্দেশ ছিল, একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে। খাওয়ার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। সেই নির্দেশের অমান্য করেননি ভিখারিরা।

কিন্তু কত দিন এ ভাবে বাড়ির খাওয়া বাঁচিয়ে ভিখারিদের খাওয়ানো সম্ভব?

জবাবে কলোনি মোড়ের কৈলাস আবাসনের বাসিন্দা সুমিত্রা রায় এবং জয়া পোদ্দার বললেন, 'যতদিন পারি, এটা চালিয়ে যাব। আমরা হিসেব করে দেখেছি, নিজেরা কিছুটা কম খেলে আরও দিন পাঁচেক চালিয়ে যাওয়া যেতে পারে। তবে বারাসত পুরসভা থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, তা হলে সবথেকে ভালো।' সুমিত্রাদের এই উদ্যোগ দেখে বারাসতের আরও কিছু আবাসনের মহিলারা নড়েচড়ে বসেছেন। স্থানীয় চিকিৎসক গৌতম সাহা এবং তাঁর স্ত্রী সোহিনী ঠিক করেছেন শনিবার থেকে তাঁরাও হাত লাগাবেন সুমিত্রা, জয়াদের সঙ্গে। লকডাউনের মধ্যে বারাসতের কিছু ভিখারির অন্তত অন্নসংস্থানের চিন্তা দূর হল।


Source: Ei Samay

Sunday, January 12, 2020

বারাসতের স্টেশনের দেওয়াল বাঁচাতে ছবিতে সাজ

স্টেশনের দেওয়ালগুলি মাঝেমধ্যেই পরিষ্কার করে রং করা হত। কিন্তু কিছু দিনের মধ্যেই ফের নোংরা হত গুটখা আর পানের পিকে। বিজ্ঞাপনের পোস্টারে বিসদৃশ হয়ে থাকত দেওয়ালও। এ বার সে সবই পরিষ্কার করে ছবি আঁকা হচ্ছে স্টেশনের দেওয়ালে। ভরে উঠছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নেতাজি, মাদার টেরিজা, ট্রাম, পুরনো কলকাতার চালচিত্রে। শিয়ালদহ-বনগাঁ শাখার বারাসত জংশনে রেলের দেওয়ালে ছবি আঁকার পর্ব প্রায় শেষের পথে।


দেওয়াল সৌন্দর্যায়নের পাশাপাশি বাংলা তথা দেশের পুরনো ঐতিহ্যকে তুলে ধরার জন্যও এই প্রয়াস, দাবি পূর্ব রেলের। এমনই একটি দেওয়ালে ছবি আঁকছিলেন রাজারহাটের জামালপাড়ার বাসিন্দা দেবাশিস চক্রবর্তী। তাঁর কথায়, ‘‘ছবিগুলি দেখে নতুন প্রজন্মও এ শহর, এ দেশের সংস্কৃতি সম্পর্কে আগ্রহী হবে। তাই সে সব নিপুণ ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’’ অন্য এক শিল্পী সুশান্ত সরকার বলেন, ‘‘মূর্তি ভাঙা বা সৃষ্টিশীল জিনিসকে ধ্বংস করার প্রতিযোগিতা চলছে চারদিকে। সেই পরিস্থিতিতে দেওয়ালে ঐতিহ্য ফুটিয়ে তোলার এমন কাজ পরিবেশ এবং সাধারণ মানুষ সকলের পক্ষেই সুন্দর বার্তা দেবে।’’


রেলের এই ভাবনার প্রশংসা করেছেন নিত্যযাত্রী থেকে বারাসতের বাসিন্দাদের বড় অংশ। বারাসত কলেজের পড়ুয়া রাজা দাসের দাবি, ‘‘ফাঁকা দেওয়াল দেখলেই গুটখা কিংবা পানের পিক ফেলে নোংরা করেন মানুষ। ছবি আঁকা দেওয়াল দেখে নিশ্চয়ই সেই প্রবণতা কমবে।’’ 


পূর্ব রেল সূত্রের খবর, সচেতন ভাবেই ছবিগুলির মধ্যে স্থান পেয়েছে বিভিন্ন মনীষী, প্রকৃতি, বাউল এবং সাঁওতাল লোকনৃত্য, পুরনো কলকাতা, শহরের দর্শনীয় স্থান। নজর দেওয়া হয়েছে, স্বচ্ছ ভারত প্রকল্পের উপরেও। ছবি এঁকে এ ভাবে স্টেশনের দেওয়াল সাজিয়ে তুলতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, ‘‘পরিচ্ছন্নতার পাশাপাশি রেলযাত্রীরা যেন চোখের আরাম পান, সেই ভাবনা থেকে এই উদ্যোগ। পরীক্ষামূলক ভাবে এটা বারাসতে করা হল। ধীরে ধীরে অন্য স্টেশনগুলিতেও এমন কিছু করার ভাবনা রয়েছে।’’

Source: Ananda Bazar

Wednesday, December 25, 2019

অন্য এক বড় দিন পালিত হল বারাসতে

 কুকুর সম্পর্কে 'দুটো একটা কথা' জানতেন ছকভাঙা বাংলা কথাকার সন্দীপন চট্টোপাধ্যায়। অবলা জীবগুলো সম্পর্কে অনেকটাই জানেন বারাসতের একদল পশুপ্রেমী! তাঁদেরই আয়োজনে পনির বিরিয়ানি তারিয়ে খেল পথ-কুকুরের দল।


মঙ্গলবার রাত থেকে চলছিল রান্না। 'পশুপতি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি'র সদস্য অর্পিতা চৌধুরী, নীলাঞ্জনা রায়, লোপামুদ্রা বসু দু'চোখের পাতা এক করতে পারেননি। ৬০০ কেজি চালে তেল-মশলা সহযোগে মিশল ২০০ কেজি পনির। সকালেই সারা সব তোড়জোড়। বড়দিনের বেলায় পাড়ায় পাড়ায় সুবাস ছড়িয়ে শহর পরিক্রমা শুরু। ছ'টি ভ্যানে পনির বিরিয়ানি চাপিয়ে আধ ডজন দলে ভাগ হয়েছিলেন সংগঠনের সদস্যরা। বারাসতের হরিতলা, শেঠপুকুর, হৃদয়পুর, বনমালীপুর, নবপল্লি এলাকা ঘুরে ঘুরে সারমেয়দের মাঝে কাগজের থালায় সাজিয়ে দিলেন পনির বিরিয়ানি। রাস্তার গোরু, ছাগল ও পাখিদের জন্য ছিল কেক ও কমলালেবু। বাদ যায়নি পথশিশুরাও। তাদের বাড়তি পাওনা ছিল শীতবস্ত্র।


চাঁদিফাটা গরমে রাস্তার ধারে জলের পাত্র রাখা থেকে শুরু করে হিংসার শিকার কোনও পথ-কুকুরের হয়ে সরব হয় এই পশুপ্রেমী সংগঠন। নীলাঞ্জনা রায়ের বক্তব্য, 'রাস্তার কুকুররা সব সময় উপেক্ষিত। আমরা সারা বছর এদের জন্য কাজ করি। ওরা আছে বলেই পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাই আমরা কয়েক জন রাস্তার কুকুরদের পনির বিরিয়ানি খাইয়ে বড়দিন পালন করলাম।' অর্পিতা চৌধুরীর কথায়, 'পথশিশুরাও উৎসবের আনন্দ থেকে বঞ্চিত। তাদেরও এ দিন আমরা শীতপোশাকের সঙ্গে কমলালেবু, কলা ও কেক উপহার দিয়েছি।'


সকালে বারাসতের প্ল্যাটফর্মবাসী শিশুদের সঙ্গে কেক কেটে নিজের জন্মদিন পালন করেন জেলা পরিষদ কর্মী আশিস হালদার। বছর ৩৬-এর আশিসের বাড়ি ছোট জাগুলিয়া পঞ্চায়েতের বামুনগাছিতে। তাঁর ব্যতিক্রমী জন্মদিন পালনের সাক্ষী ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী ও পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। অসহায় শিশুদের হাতে মিষ্টি, ফল ও শীতবস্ত্র তুলে দেন আশিস। বলেন, 'প্রতি বছর পরিবারের লোকেরাই জন্মদিন পালন করেন। তাতেই সামিল হই। অফিসে আসা-যাওয়ার পথে দেখেছি, প্ল্যাটফর্মের শিশুরা কী কষ্টের মধ্যে থাকে। তাই জন্মদিনের আনন্দটা ওদের সঙ্গে ভাগ করে নিলাম। এর জন্য একটা আলাদা অনুভূতি হয়েছে।' জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী বলেন, 'এমন একটা অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লেগেছে। প্রত্যেকে অন্যের জন্য কিছু করলে সমাজ সুস্থ থাকবে।' বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, 'ভগবান যিশু সমন্বয়ের কথা বলে গিয়েছেন। আশিস জন্মদিনে সেটাই করে দেখাল।'

Source: Ei Samay

Sunday, September 15, 2019

বারাসতের ১২ নম্বর রেলগেটের আন্ডারপাস

মাসদুয়েক আগে বারাসতের ১২ নম্বর রেলগেটের কাছে বহু প্রতিক্ষিত আন্ডারপাসটির সূচনা করে রেল। কিন্তু গোড়া থেকেই এই আন্ডারপাস নিয়ে হাজারো সমস্যার মুখে পড়েন যাত্রীরা। বৃষ্টি নামতেই আন্ডারপাসের দেওয়াল, সিলিং চুঁইয়ে জল পড়তে শুরু করে। ফলে জলে-কাদায় আন্ডারপাসটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে ওঠে। পশ্চিম দিকের অ্যাপ্রোচ রোড তৈরি না করে আন্ডারপাস খুলে দেওয়া হয়েছিল। মেঠো পথে জল-কাদা মাড়িয়ে তাই সকলে আন্ডারপাসে ঢুকছিলেনয়। দ্রুত অবশ্য অ্যাপ্রোচ রোডের কাছ শেষ করা হয়। কিন্তু আন্ডারপাস নিয়ে আমজনতার ক্ষোভে তাতে প্রলেপ পড়েনি। যাত্রীদের ক্ষোভের কথা রেলের উচ্চপদস্থ কর্তাদের কানে যায়। তাই পুজোর আগে শনিবার আন্ডারপাস পরিদর্শনে আসেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম প্রভাস দানসেনা। কারিগরি ত্রুটির কথা মেনে নিয়ে ডিআরএম বলেন, 'রেলের পক্ষ থেকে নিয়মিত তদারকি হবে। দ্রুত সমস্যার সমাধান করা হবে।'


শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ বারাসত স্টেশনে চলে আসেন প্রভাস দানসেনা। তিনি প্রথমেই ১২ নম্বর রেলগেটের কাছে নবনির্মিত ভূগর্ভস্থ পথ পরিদর্শন করেন। এরপর বারাসত স্টেশনের স্বাস্থ্যকেন্দ্র, আরপিএফ অফিস, জিআরপি অফিস ঘুরে দেখেন। স্টেশনে বিভিন্ন পরিষেবার কাজ খতিয়ে দেখেন ডিআরএম।


বারাসত স্টেশনে একটি ফুট ওভারব্রিজ তৈরির কাজ চলছে। সেই কাজের অগ্রগতিও তিনি এ দিন সরেজমিনে খতিয়ে দেখেন। যাত্রী পরিষেবা সংক্রান্ত বিষয়ে বারাসত স্টেশনে রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেন ডিআরএম।

Source: Ei Samay