Tuesday, June 19, 2012

বারাসত জেলা হাসপাতালে পিঙ্কি, লিঙ্গ নির্ধারণ পরীক্ষা আজই

 লিঙ্গ নির্ধারণের পরীক্ষার জন্য বারাসত জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে অ্যাথলিট পিঙ্কি প্রামাণিককে। বেলা ১২ টা নাগাদ তাঁকে দমদম সংশোধনাগার থেকে বারাসত নিয়ে যাওয়া হয়। বারাসত জেলা হাসপাতালে এই পরীক্ষার জন্য গতকালই অনুমতি দেয় স্বাস্থ্য দফতর। বাকি ছিল শুধু আদালতের অনুমতি পাওয়া। মঙ্গলবার আদালত অনুমতি দেওয়ার পরই পিঙ্কিকে নিয়ে যাওয়া হয়েছে বারাসত জেলা হাসপাতালে। উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত শীল বলেন, আদালতের নির্দেশে গতকালই পিঙ্কি প্রামাণিকের মেডিক্যাল পরীক্ষার জন্য সাত সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডে মেডিসিন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং মনোরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিত্‍সকদের রাখা হয়েছে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাতীয় পর্যায়ের অ্যাথলিট পিঙ্কি প্রামাণিককে।

এর আগে, আন্তর্জাতিক টুর্নামেন্টে টাকা দিয়ে মেডিক্যাল পরীক্ষা `সামলে` নিতেন জাতীয় অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তেঘরিয়ার বাসিন্দা এক মহিলা। তাঁর দাবি, পিঙ্কি যে ছেলে, সে বিষয়টি জানতেন অনেক ক্রীড়া ব্যক্তিত্বই। বৃহস্পতিবারই পিঙ্কি প্রামাণিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ করেন ওই মহিলা। রাতে পিঙ্কিকে গ্রেফতার করে পুলিস।

শুক্রবার পিঙ্কিকে বারাসত আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে সিএমওএইচের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড গঠন করে পিঙ্কির মেডিক্যাল পরীক্ষা করাতেও নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে পিঙ্কির পরীক্ষা হলেও সরকারি হাসপাতালে মেডিক্যাল বোর্ডের সামনে পরীক্ষায় আপত্তি জানান পিঙ্কি। তবে বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়, পিঙ্কি আসলে পুরুষ।


Source: Zee News

Tuesday, October 18, 2011

যুবভারতীর বিকল্প,বারাসাত স্টেডিয়াম

 আই লিগে কলকাতার দলগুলির ম্যাচের জন্য যুবভারতীর বিকল্প মাঠ হতে পারে বারাসাত স্টেডিয়াম। দর্শকহাঙ্গামার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কালোতালিকাভুক্ত ছিল এই স্টেডিয়ামটি। এবার আই লিগে অংশগ্রহণ করছে কলকাতার চারটি দল।ইস্টবেঙ্গল,মোহনবাগান,প্রয়াগ ছাড়াও পৈলান অ্যারোজও তাদের হোম ম্যাম খেলবে যুবভারতীতেই।


এর ফলে যুবভারতীর উপর চাপ বাড়বে।তাই আইএফএ কর্তারা চাইছেন,বিকল্প মাঠ হিসাবে বারাসাত স্টেডিয়ামকে প্রস্তুত রাখতে।

Source: Zee News