আই লিগে কলকাতার দলগুলির ম্যাচের জন্য যুবভারতীর বিকল্প মাঠ হতে পারে বারাসাত স্টেডিয়াম। দর্শকহাঙ্গামার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কালোতালিকাভুক্ত ছিল এই স্টেডিয়ামটি। এবার আই লিগে অংশগ্রহণ করছে কলকাতার চারটি দল।ইস্টবেঙ্গল,মোহনবাগান,প্রয়াগ ছাড়াও পৈলান অ্যারোজও তাদের হোম ম্যাম খেলবে যুবভারতীতেই।
এর ফলে যুবভারতীর উপর চাপ বাড়বে।তাই আইএফএ কর্তারা চাইছেন,বিকল্প মাঠ হিসাবে বারাসাত স্টেডিয়ামকে প্রস্তুত রাখতে।
Source: Zee News
No comments:
Post a Comment