স্বাস্থ্য দফতর অনুমোদন দেওয়ায় লালারসের নমুনা পরীক্ষা এ বার বারাসত জেলা হাসপাতালেও করা যাবে। তার জন্য সেখানে প্রাথমিক পরিকাঠামোও তৈরি হয়ে গিয়েছে। অগস্ট থেকেই পরীক্ষার কাজ শুরু করা যাবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা জানান, এর ফলে কোভিড পরীক্ষার রিপোর্টও দ্রুত মিলবে, পাশাপাশি দৈনিক অনেক বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা যাবে। কলকাতার পরে করোনায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি উত্তর ২৪ পরগনা জেলায়। কিন্তু দৈনিক পরীক্ষা এখানে অনেক কম হচ্ছে বলেই অভিযোগ।
উত্তর ২৪ পরগনায় বর্তমানে লালারস পরীক্ষা হচ্ছে শুধুমাত্র সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, “দিন কয়েক আগে অনুমোদন এসেছে। তার পরেই পরিকাঠামো তৈরি করা হয়েছে। কিছু দিনের মধ্যে যন্ত্রপাতিও এসে যাবে।” এখানে পরীক্ষা শুরু হলে বসিরহাট স্বাস্থ্য জেলা এবং বনগাঁ মহকুমার লোকজনও লালারসের নমুনা পরীক্ষা করাতে পারবেন। তখন লালারস সংগ্রহের সংখ্যাও বাড়ানো হবে। রিপোর্ট দ্রুত জানা গেলে স্বাস্থ্য দফতর তাড়াতাড়ি পদক্ষেপ করতে পারবে বলেই মনে করা হচ্ছে।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)
Source: Anandabazar
No comments:
Post a Comment