Monday, February 18, 2019

বারাসতে ফুটবল অ্যাকাডেমি

 সিডনির বার্সেলোনা ক্লাবের বাঙালি ফিজিও রথীন সাহা নিজেই ফুটবল কোচিং স্কুল খুলেছেন বারাসতে।


সিডনির এই ক্লাব স্পেনের বার্সেলোনা ক্লাবের ফ্র্যাঞ্চাইজি। সেই ক্লাবে খুদেদের ফুটবল শিখিয়েই দিব্যি দিন কাটছিল তাঁর। কিন্তু দেশের টান থেকে মুখ ফিরিয়ে থাকা কি এত সহজ! তাই লম্বা ছুটি নিয়ে বছর চল্লিশের রথীন সাহা সিডনি থেকে সটান হাজির কলকাতায়। ছোটবেলার বন্ধুদের সাহায্যে একটি ফুটবল কোচিং স্কুলও বারাসতের হৃদয়পুর এলাকায় খুলে ফেলেছেন রথীন। এলাকার প্রায় জনা চল্লিশ শিশু এখন সেই ফুটবল কোচিং সেন্টারের ছাত্র। অ্যাকাডেমি চালানোর সব খরচ তাঁর পকেট থেকেই যায়।


বারাসতেই বড় হয়ে ওঠা রথীনের। কলেজের পাট চুকিয়ে তিনি রুটি-রুজির সন্ধান পাড়ি দিয়েছিলেন অষ্ট্রেলিয়ায়। সেখানে একটি ফুটবল ক্লাবে ফিজিও ট্রেনার হিসেবে চাকরিও জুটে যায়। এখনও রথীন বার্সেলোনা ক্লাবের সঙ্গে যুক্ত। তাঁর কথায়, 'বারাসতে আমার অনেক ফুটবলার বন্ধু এই কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত। আধুনিক পদ্ধতিতে বাচ্চাদের ফুটবল শেখানোর কৌশল আমি তাঁদের শেখাচ্ছি। অনলাইনে নিয়মিত যোগাযোগ তো থাকবেই। তা ছাড়াও প্রতি বছর একমাসের ছুটি নিয়ে আমি বারাসতে আসব ঠিক করেছি।'

Source: Ei Samay

No comments:

Post a Comment