Monday, September 23, 2024

মহিলাদের সুরক্ষায় বারাসতে চালু ‘পিঙ্ক পেট্রল মোবাইল পরিষেবা’

 বারাসত পুলিশ জেলায় মহিলাদের সুরক্ষার জন্য চালু হল 'পিঙ্ক পেট্রল মোবাইল পরিষেবা’। বিশেষ ধরনের সাইকেলে চেপে টহল দেবে উইনার্স টিম। মহিলাদের ইভটিজিং থেকে বাঁচানোর জন্য এবং তাঁদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার জন্য কার্যকরী হতে পারে এই উদ্যোগ, আশা করছেন বারাসত পুলিশ জেলার কর্তারা।


আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। নারী সুরক্ষার দাবিতে সরব হয়েছেন বহু মানুষ। এ বার পুজোর মুখে মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে ব্যাটারি চালিত সাইকেল চালু করার উদ্যোগ নেওয়া হল বারাসত পুলিশ জেলার পক্ষ থেকে। এই সাইকেলটির নাম দেওয়া হয়েছে 'পিঙ্ক পেট্রল মোবাইল'। এই সাইকেল নিয়ে অলিগলিতে টহল দেবে উইনার্স টিম এবং ইভটিজিং ঠেকানোর চেষ্টা করবে। বারাসত পুলিশ জেলার অন্তর্গত হাবরা, বারাসত, মধ্যমগ্রাম বাজার এলাকায় পুজোর সময় কেনাকাটা থেকে শুরু করে প্যান্ডেল হপিংয়ের ব্যাপক ভিড় চোখে পড়ে। মহিলাকে যাতে নিগ্রহের শিকার না হতে হয় সেই জন্য এই বিশেষ পুলিশি উদ্যোগ।



বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া এই 'পিঙ্ক পেট্রল মোবাইল পরিষেবা’-র উদ্বোধন করেন। তিনি জানান, মূলত উত্তরবঙ্গ থেকে এই ভাবনা নেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং-এর বিভিন্ন এলাকায় কোভিডের আগে এই পদ্ধতিতে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করা হতো। যদিও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। এ বার সেই উদ্যোগই বারাসতে চালু করল পুলিশ।


মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আপাতত পুলিশ জেলার তিনটি সাব ডিভিশনে এই পিঙ্ক ভ্যান টহল দেবে। এর জন্য বিশেষ মহিলা পুলিশদেরও মোতায়ন করা হচ্ছে। শুধু শহরাঞ্চলে নয়, গ্রামাঞ্চলেও মহিলাদের নিরাপত্তায় পরবর্তীতে পৌঁছে যাবে এই পিঙ্ক পেট্রল মোবাইল।


পাশাপাশি এ দিন বারাসত পুলিশ জেলার তরফে ৪০টি ই-বাইক তুলে দেওয়া হয় বিভিন্ন থানাগুলির হাতে। নিরাপত্তার পাশাপাশি পরিবেশের কথা মাথায় রেখে এই ই বাইকগুলির ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে।


Source: Ei Samay