Saturday, March 2, 2024

বারাসতে মাতৃসদন-পলিক্লিনিক

 চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আরও একধাপ এগোল বারাসত পুরসভা। বারাসতের মানুষ নতুন রূপে একটি মাতৃসদন পেল। বারাসত নবপল্লি বয়েজ স্কুল সংলগ্ন সুস্বাস্থ্য কেন্দ্রের তৃতীয় এবং চতুর্থ তলায় তৈরি হয়েছে পলিক্লিনিক সেন্টার এবং মাতৃসদন।


বুধবার রাতে সিস্টার নিবেদিতা পলিক্লিনিক সেন্টার এবং মাতৃসদনের উদ্বোধন করেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সাংসদ তহবিলের টাকায় মাতৃসদন এবং পলিক্লিনিক সেন্টার তৈরি হয়েছে। উড়ালপুল তৈরি হওয়ার পরেই জেলা সদর শহর বারাসত দু’টি ভাগ হয়ে গিয়েছে।


পুরসভার ৮ ওয়ার্ডের নবপল্লি বয়েজ স্কুলের সামনে বাম আমল থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি ঘর বিশিষ্ট একটা স্বাস্থ্যকেন্দ্র ছিল। পরিত্যক্ত হওয়ায় সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছিল। ২০১০ সালে এই ওয়ার্ডে কাউন্সিলার হন তৃণমূলের অরুণ ভৌমিক। পরবর্তীতে ন্যাশনাল আরবান হেলথ মিশনের মাধ্যমে ওখানে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়। কিন্তু জেলা সদরের পূর্বদিকে কোনও মাতৃসদন ছিল না।


এ বার কাকলি ঘোষ দস্তিদারের সংসদ তহবিলের টাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তৃতীয় এবং চতুর্থ তলা বিশিষ্ট পলিক্লিনিক সেন্টার এবং মাতৃসদনের উদ্বোধন হলো বুধবার। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আউটডোর পরিষেবার পর বিকেল ৩টে থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত চালু থাকবে পলিক্লিনিক। খুব শীঘ্র ৩৫টি শয্যা বিশিষ্ট মাতৃসদনও চালু হবে।


কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘এলাকার মেয়েদের চিকিৎসার জন্য মাতৃসদন তৈরি সম্ভব হয়েছে বলে পুরসভা এবং স্থানীয় কাউন্সিলারকে ধন্যবাদ জানাই। সংসদ তহবিলের টাকায় এটা তৈরি হয়েছে। চিকিৎসা পরিষেবায় আমাদের সরকার সবসময় মানুষের পাশে আছে।’


স্থানীয় কাউন্সিলার অরুণ ভৌমিক বলেন, ‘পলিক্লিনিকে সব বিভাগের বিশিষ্ট চিকিৎসক থাকবেন। মাতৃসদনও খুব দ্রুত চালু হবে। আগামী দিনে এখানে একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান করা হবে।’

Source: Ei Samay