Monday, September 23, 2024

মহিলাদের সুরক্ষায় বারাসতে চালু ‘পিঙ্ক পেট্রল মোবাইল পরিষেবা’

 বারাসত পুলিশ জেলায় মহিলাদের সুরক্ষার জন্য চালু হল 'পিঙ্ক পেট্রল মোবাইল পরিষেবা’। বিশেষ ধরনের সাইকেলে চেপে টহল দেবে উইনার্স টিম। মহিলাদের ইভটিজিং থেকে বাঁচানোর জন্য এবং তাঁদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার জন্য কার্যকরী হতে পারে এই উদ্যোগ, আশা করছেন বারাসত পুলিশ জেলার কর্তারা।


আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। নারী সুরক্ষার দাবিতে সরব হয়েছেন বহু মানুষ। এ বার পুজোর মুখে মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে ব্যাটারি চালিত সাইকেল চালু করার উদ্যোগ নেওয়া হল বারাসত পুলিশ জেলার পক্ষ থেকে। এই সাইকেলটির নাম দেওয়া হয়েছে 'পিঙ্ক পেট্রল মোবাইল'। এই সাইকেল নিয়ে অলিগলিতে টহল দেবে উইনার্স টিম এবং ইভটিজিং ঠেকানোর চেষ্টা করবে। বারাসত পুলিশ জেলার অন্তর্গত হাবরা, বারাসত, মধ্যমগ্রাম বাজার এলাকায় পুজোর সময় কেনাকাটা থেকে শুরু করে প্যান্ডেল হপিংয়ের ব্যাপক ভিড় চোখে পড়ে। মহিলাকে যাতে নিগ্রহের শিকার না হতে হয় সেই জন্য এই বিশেষ পুলিশি উদ্যোগ।



বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া এই 'পিঙ্ক পেট্রল মোবাইল পরিষেবা’-র উদ্বোধন করেন। তিনি জানান, মূলত উত্তরবঙ্গ থেকে এই ভাবনা নেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং-এর বিভিন্ন এলাকায় কোভিডের আগে এই পদ্ধতিতে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করা হতো। যদিও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। এ বার সেই উদ্যোগই বারাসতে চালু করল পুলিশ।


মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আপাতত পুলিশ জেলার তিনটি সাব ডিভিশনে এই পিঙ্ক ভ্যান টহল দেবে। এর জন্য বিশেষ মহিলা পুলিশদেরও মোতায়ন করা হচ্ছে। শুধু শহরাঞ্চলে নয়, গ্রামাঞ্চলেও মহিলাদের নিরাপত্তায় পরবর্তীতে পৌঁছে যাবে এই পিঙ্ক পেট্রল মোবাইল।


পাশাপাশি এ দিন বারাসত পুলিশ জেলার তরফে ৪০টি ই-বাইক তুলে দেওয়া হয় বিভিন্ন থানাগুলির হাতে। নিরাপত্তার পাশাপাশি পরিবেশের কথা মাথায় রেখে এই ই বাইকগুলির ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে।


Source: Ei Samay


Saturday, March 2, 2024

বারাসতে মাতৃসদন-পলিক্লিনিক

 চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আরও একধাপ এগোল বারাসত পুরসভা। বারাসতের মানুষ নতুন রূপে একটি মাতৃসদন পেল। বারাসত নবপল্লি বয়েজ স্কুল সংলগ্ন সুস্বাস্থ্য কেন্দ্রের তৃতীয় এবং চতুর্থ তলায় তৈরি হয়েছে পলিক্লিনিক সেন্টার এবং মাতৃসদন।


বুধবার রাতে সিস্টার নিবেদিতা পলিক্লিনিক সেন্টার এবং মাতৃসদনের উদ্বোধন করেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সাংসদ তহবিলের টাকায় মাতৃসদন এবং পলিক্লিনিক সেন্টার তৈরি হয়েছে। উড়ালপুল তৈরি হওয়ার পরেই জেলা সদর শহর বারাসত দু’টি ভাগ হয়ে গিয়েছে।


পুরসভার ৮ ওয়ার্ডের নবপল্লি বয়েজ স্কুলের সামনে বাম আমল থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি ঘর বিশিষ্ট একটা স্বাস্থ্যকেন্দ্র ছিল। পরিত্যক্ত হওয়ায় সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছিল। ২০১০ সালে এই ওয়ার্ডে কাউন্সিলার হন তৃণমূলের অরুণ ভৌমিক। পরবর্তীতে ন্যাশনাল আরবান হেলথ মিশনের মাধ্যমে ওখানে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়। কিন্তু জেলা সদরের পূর্বদিকে কোনও মাতৃসদন ছিল না।


এ বার কাকলি ঘোষ দস্তিদারের সংসদ তহবিলের টাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তৃতীয় এবং চতুর্থ তলা বিশিষ্ট পলিক্লিনিক সেন্টার এবং মাতৃসদনের উদ্বোধন হলো বুধবার। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আউটডোর পরিষেবার পর বিকেল ৩টে থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত চালু থাকবে পলিক্লিনিক। খুব শীঘ্র ৩৫টি শয্যা বিশিষ্ট মাতৃসদনও চালু হবে।


কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘এলাকার মেয়েদের চিকিৎসার জন্য মাতৃসদন তৈরি সম্ভব হয়েছে বলে পুরসভা এবং স্থানীয় কাউন্সিলারকে ধন্যবাদ জানাই। সংসদ তহবিলের টাকায় এটা তৈরি হয়েছে। চিকিৎসা পরিষেবায় আমাদের সরকার সবসময় মানুষের পাশে আছে।’


স্থানীয় কাউন্সিলার অরুণ ভৌমিক বলেন, ‘পলিক্লিনিকে সব বিভাগের বিশিষ্ট চিকিৎসক থাকবেন। মাতৃসদনও খুব দ্রুত চালু হবে। আগামী দিনে এখানে একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান করা হবে।’

Source: Ei Samay