Sunday, October 27, 2019

কালীপুজো দেখতে শনিবারেই জনস্রোত বারাসতে

 বৃষ্টি বন্ধ হয়েছে। ইতিমধ্যেই উদ্বোধন সেরে ফেলেছে বড় পুজোগুলি। দমদম-রাজারহাট থেকে শুরু করে মধ্যমগ্রাম-বারাসতে শনিবার বিকেল থেকেই ঢল নেমেছে দর্শনার্থীদের। রাজ্যপাল থেকে মুম্বইয়ের তারকারা প্রত্যেকেই শনিবার জানিয়ে গিয়েছেন, বারাসতের কালীপুজোর কথা তাঁরা শুনেছিলেন, কিন্তু তার ব্যাপকতা যে এমন, তা ভাবতে পারেননি।


এ বারের পুজোয় অবশ্য ‘ভিআইপি গেট’ নেই। তাই বিনা বাধায় মণ্ডপে ঢুকতে পেরে সাধারণ দর্শনার্থীরাও খুশি। আলোয় মোড়া উত্তর ২৪ পরগনার জেলা সদরকে যেন চেনার উপায় নেই। বারাসত স্টেশনে নামলেই গোটা পায়োনিয়ার এলাকা বদলে গিয়েছে ব্যাঙ্ককে। বিশাল পুকুরপাড়ে মন্দিরের পাশাপাশি মাঠে বসে গিয়েছে মেলা। সেখানে কচিকাঁচাদের ভিড়। স্টেশন সংলগ্ন সংহতি, ইউনাইটেড, রাইজিং স্টারস, ওয়েলফেয়ার, ছাত্রদলেও শুরু হয়েছে ঠাকুর দেখার ভিড়।


৩৪ এবং ৩৫ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি টাকি রোড, ব্যারাকপুর রোডের মতো রাস্তাতেও যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। ওই সব রাস্তার দু’পাশ জুড়ে আলোর গেট ও বিশাল মণ্ডপে সেজে উঠেছে রেজিমেন্ট, বিদ্রোহী, শতদল সঙ্ঘ বা সন্ধানীর মতো বড় পুজোগুলি। ডোকরা ও গ্রামবাংলার ঐতিহ্যের সেজেছে কেএনসি রেজিমেন্ট। নবপল্লির তিন দিকে তিন মন্দির। মায়ানমারের স্বর্ণমন্দির, গুজরাতের সোমনাথ মন্দির এবং ভিয়েতনামের একটি মন্দির।


বারাসত জুড়ে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় রয়েছে প্রচুর পুলিশ। প্রশাসন ও স্থানীয় পুরসভার তরফে তৈরি হয়েছে সহায়তা কেন্দ্র। জেলাশাসক চৈতালি চক্রবর্তী এ দিন বলেন, ‘‘এত বড় উৎসবকে সফল করতে পুলিশ ও প্রশাসনের তরফে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও অসুবিধা হলেই সহায়তা কেন্দ্রে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

Source: Ananda Bazar

Sunday, October 20, 2019

শক্তি আরাধনায় মেতে উঠতে প্রস্তুত বারাসত

সামনেই কালীপুজো। দুর্গাপুজোর জাঁকজমক মানে যদি কলকাতা হয়, তবে কালীপুজো অবশ্যই বারাসতের। শক্তির আরাধনায় বারাসতের সঙ্গে পাল্লা দেওয়া ভার। কালীপুজো মানেই চোখধাঁধানো আলোর রোশনাই, আর আকর্ষনীয় সব মণ্ডপসজ্জা। পুজোর ক'টা দিন লাখো মানুষের ভিড় হয় বারাসতে। রাতভর চলে এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপ ঘুরে ঘুরে ঠাকুর দেখা। বারাসতের কালীপুজোর পরিচিতি জেলার গণ্ডি টপকে গোটা রাজ্যে ছড়িয়েছে।


মহাদেব ঘোষের হাত ধরে বারাসতের কালীপুজোর এই জাঁকজমকের সূচনা। মহাদেবের মৃত্যুর পর তাঁর উত্তরসূরীরা সেই ধারা বহন করে চলেছেন। সেইসঙ্গে একে একে নতুন নতুন পুজো শুরু হয়েছে। ধারে-ভারে যেগুলি রীতিমতো একে অপরকে টেক্কা দেয়। যেমন এই বছর মণ্ডপসজ্জায় কোথাও দেখা যাবে হারিয়ে যাওয়া বাংলার সংস্কৃতি আবার কেউ বানাচ্ছেন ৯৯ কেজির রুপো দিয়ে তৈরি কালীমূর্তি।


বারাসতের বড় বাজেটের পুজো মানেই কেএনসি রেজিমেন্ট। আলো থেকে মণ্ডপসজ্জায় অন্যদের থেকে বরাবরই আলাদা কিছু করার চেষ্টা করেন উদ্যোক্তারা। কেএনসি রেজিমেন্টের পুজো এ বার ৬০ বছরে পড়ল। এই বছর উদ্যোক্তাদের ভাবনায় কালচারাল হেরিটেজ অফ বাংলা। আগে বাংলার মানুষ পালকি, গোরুর গাড়ি, হাওদায় চড়ে যাতায়াত করতেন। হাওদা মানে হাতির পিঠে সওয়ার হওয়া। হাতি এবং পালকি সাধারণত ব্যবহার করতেন রাজা এবং জমিদারেরা। হারিয়ে যাওয়া বাংলার এই সংস্কৃতিকেই কালীপুজোর মণ্ডপসজ্জায় তুলে ধরেছেন উদ্যোক্তারা। ডোকরা এবং জুট দিয়ে অসাধারণ শিল্প নৈপুন্যে কালচারাল হেরিটেজ অফ বাংলা তুলে ধরেছেন শিল্পী গৌরাঙ্গ কুইলা।


বারাসতের পাইয়োনিয়ার অ্যাথেলেটিক ক্লাব বরাবরের মতোই এ বারেও চমক দিতে চলেছে তাদের মণ্ডপসজ্জায়। ৪৭ বছরে তাদের ভাবনা থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি বুদ্ধ মন্দির। এই মন্দির থাইল্যান্ডের আদি থনবুড়ি রাজ্যের চাও ফারায়া নদীর তীরে ১৮২৪ সালে প্রতিষ্ঠিত। বিখ্যাত এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন থাই-চিনা ব্যবসায়ী চাও পারায়া নিকোনবোদিন। পরবর্তীতে তিনি সিয়াম রাজবংশীয় রাজা তৃতীয় রামকে দান করেন। বৃহত আকারের সোনার বুদ্ধের মুর্তি এই মন্দিরের বিশেষ আকর্ষণ। পাইয়োনিয়ারের মণ্ডপের সামনের বড় জলাশয় মন্দিরের আকর্ষণ কয়েকগুন বাড়িয়েছে।


বারাসতের মৎস্য আড়তদার সমিতির কালীপুজো এ বছর ২৮তম বর্ষে পা দিল। এখানে ৯৯ কেজি রুপোর কালীমূর্তি তৈরি হচ্ছে। বারাসতে ভিন্নধারার মণ্ডপ থেকে আলোকসজ্জায় নানা বাহার দেখা গেলেও রুপোর কালীপ্রতিমা এর আগে দেখেননি বারাসতের মানুষ। সেদিক থেকে এই বছর বড় চমক দিচ্ছে মৎস্য আড়তদার সমিতির পুজো। পুজোর ক'টা দিন ৬৫ লাখের রুপোর কালীপ্রতিমা পাহারার জন্য থাকছে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা। মণ্ডপসজ্জায় উদ্যোক্তাদের ভাবনা সঙ্কল্প। শিশুশ্রমিক থেকে বাল্যবিবাহের মতো মানবসমাজের বিভিন্ন খারাপ বিষয়গুলি রুখতে মানুষকে সঙ্কল্প নেওয়ার বার্তাই দিতে চাইছেন মাছ ব্যবসায়ীরা।


বারাসতের সন্ধানীর কালীপুজো এ বার ৫৯ বছরে পড়ল। মণ্ডপসজ্জায় উদ্যোক্তাদের ভাবনা, এখনও আধারে। শিশুশ্রম আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। শিশুশ্রমের বিরুদ্ধে সরকারি এবং বেসরকারি স্তরে লাগাতার প্রচার চলেয় কিন্তু আমাদের চারপাশে হাটেবাজারে, চায়ের দোকানে, রাস্তার ধারের হোটেলে, রেস্তোরাঁয় শিশু শ্রমিকদের হামেশাই দেখা যায়। শিশুশ্রমিকের একটা বড় অংশ কাজ করে ইটভাটায়। তাই ইট বয়ে বা চায়ের দোকানে,রেস্তোরাঁ, হোটেলে খাবারের থালা, গ্লাস মেজেই এদের শৈশব হারিয়ে যায়। পুজোর আনন্দ থেকে শিশুশ্রমিকরা থাকে শত যোজন দূরে। ছ'হাজার স্কোয়ার ফিট জুড়ে শিশুশ্রমের বিরুদ্ধে মানুষকে বার্তা দিতেই মণ্ডপ সাজিয়েছে সন্ধানী। চায়ের ভাড়, চামচ, টি-ব্যাগ, স্টোভের ফিতে, চা ঢালার ছাকনি দিয়েই তৈরি হচ্ছে সন্ধানীর মণ্ডপ। চন্দননগরের আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হবে শিশুশ্রমের বেদনাদায়ক চিত্র।


এ ছাড়াও বারাসতে বড় বাজেটের পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম বিদ্রোহী স্পোর্টিং ক্লাব। ৫৩ বছরে উদ্যোক্তাদের ভাবনা হিন্দু ধর্ম। মণ্ডপসজ্জায় এক দিকে যেমন থাকছে বৃন্দাবন ধাম। অন্যদিকে থাকছে জগন্নাথের মূর্তি। মূল মণ্ডপটি গড়ে উঠছে শিবমন্দিরের আদলে।

Source: Ei Samay

Tuesday, October 15, 2019

Medical college to be a reality in Barasat by year-end

 Work to upgrade Barasat district hospital to a medical college is likely to be completed by the end of this year. Apart from Barasat, three other medical colleges are coming up at Jhargram, Tomluk (East Midnapore) and Arambag (Hooghly) to strengthen the health infrastructure in the state. 


The construction to set up new medical colleges started last year following the announcement by Chief Minister Mamata Banerjee. She laid stress on infrastructure development in the districts to ensure that people are not forced to go to cities to address their medical needs. 


Banerjee adopted a two-pronged approach for development of health sector. She announced that the new medical colleges in the state would not only to provide better health services but would also have sufficient doctors. 


Sources in the state health department said that construction was going at a full swing at Barasat district hospital and other three medical colleges. Patients from various parts of North 24-Parganas and adjoining district of Nadia visit the Barasat hospital on a regular basis. People will be able to avail better health care facilities after the medical college becomes operational. 


The Bengal government had urged the Centre to increase the number of medical seats in the state. Setting up a number of medical colleges was the first step taken by the state government in this direction. There has been a dearth of doctors in various state-run hospitals and the problem can only be solved if the state can produce more doctors every year. The state government cannot increase the number of MBBS seats in a medical college on its own unless they are approved by the Medical Council of India which is the sanctioning authority.