Saturday, March 18, 2017

দু’বার শিলান্যাসের পরেও মাতৃসদন হল না বারাসতে

 প্রতিশ্রুতি আছে , দু’বার শিলান্যাসও হয়েছে মাতৃসদনের , যা পরিচালনা করবে পুরসভা৷ প্রথম বার শিলান্যাস হয়েছিল বাম আমলে৷ পরে , বর্তমান তৃণমূল বোর্ডও এক বার শিলান্যাস করেছে , তাও প্রায় তিন বছর আগে৷ কিন্ত্ত দু’বারই কাজ শুরুর পরেই তা বন্ধ হয়ে যায়৷ স্বাস্থ্য কেন্দ্র আর তৈরি হয়নি৷ পুরপ্রধান থেকে স্থানীয় কাউন্সিলর , সকলের এক সুর , ‘কাজ শুরু হয়েছে৷ ’ কিন্ত্ত শিলান্যাসের তিন বছরের মধ্যে কয়েকটা ইট গাঁথা ছাড়া কিছুই হয়নি৷ ৩৪ নম্বর জাতীয় সড়ক দুর্ঘটনাপ্রবণ৷ তাই এখানে স্বাস্থ্যকেন্দ্র থাকলে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত চিকিত্সাও শুরু করা সম্ভব৷ তৃণমূল বারাসতে পুরবোর্ড গঠনের পরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে দ্বিজহরি নগরে স্বাস্থ্যকেন্দ্র গড়তে উদ্যোগী হয়৷


২০১৫ সালের বিধানসভা ভোটের আগে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস করেন৷ ন্যাশনাল হেলথ আরবান মিশনের (এনএইচইউএম ) টাকায় স্বাস্থ্যকেন্দ্র তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়৷ এই স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য এনএইচইউএমে ৭২ লক্ষ টাকা বরাদ্দও হয়েছে৷ প্রথমে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলেও পরে কুড়ি আসনের মাতৃসদনের পরিকল্পনা আছে বারাসত পুরসভার৷ ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদ্যুত্ ভট্টাচার্য বলেন , ‘প্রথম দিকে এই জমিটা বারাসত পুরসভার অধীনে ছিল না , স্থানীয় কয়েকজন সিপিএম নেতার দখলে ছিল৷ আইনি জটিলতা কাটিয়ে আমরাই বারাসত পুরসভার নামে এই জমি হস্তান্তর করি৷ আগামী দু’মাসের মধ্যে পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্রটি বারাসতবাসীকে উপহার দিতে পারব৷ ’ সিপিএম নেতা দেবব্রত বিশ্বাস বলেন , ‘জমি হস্তান্তরের পরেও স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজনীয় কাজ এগোয়নি৷ আমার মনে হয় , তৃণমূল এখানে স্বাস্থ্যকেন্দ্রটি করতে চাইছে না , ওরা অন্য কোথাও জমির খোঁজ করছে৷ ’ বারাসতের পুর পারিষদ (স্বাস্থ্য ) চম্পক দাস বলেন , ‘এনএইচইউএম প্রকল্পের অর্থে স্বাস্থ্যকেন্দ্র তৈরির পর এটাকে মাতৃসদন হাসপাতালে রূপান্তরিত করা হবে৷


এটি ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে হওয়ায় দুর্ঘটনাগ্রস্তদের জন্য একটি ট্রমা কেয়ার সেন্টারও তৈরি করা হবে৷ ’ পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন , ‘কাজটা শুরু হয়েছে৷ ’ বারাসত পুরসভার উত্তর দিকের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের , বিশেষ করে আর্থিক ভাবে পিছিয়ে পড়া লোকজনের চিকিত্সার স্বার্থে পুরসভা পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজন ছিল৷ এ এই সব অঞ্চল থেকে সরকারি ওই হাসপাতালের দূরত্ব পাঁচ কিলোমিটার পর্যন্ত৷


তা ছাড়া সরকারি হাসপাতালে রোগীর চাপও যথেষ্ট৷ জেলার অধিকাংশ পুরসভার অধীনেই রয়েছে স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন হাসপাতাল৷ ব্যতিক্রম শুধু বারাসত পুরসভা৷ এই বদনাম ঘোচাতেই বামেদের বোর্ড থাকাকালীন বারাসত পুরসভার বর্তমান ৩ নম্বর ওয়ার্ডে, ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে মাতৃসদন ও চিকিত্সাকেন্দ্র তৈরির পরিকল্পনা করেছিল বামেরা৷ ২০০২ সালের জন্য শিলান্যাস করেছিলেন তত্কালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী৷


Source: Ei Samay