1540-45 খ্রীষ্টাব্দ: শেরশাহের পদস্থ কর্মচারী শেখ ইসমাইল বারাসতে বাস করেন।
1614 খ্রীষ্টাব্দ: মধুমুরলী পুকুর খোড়া হয়। 1756 খ্রীষ্টাব্দ: নবাব সিরাজদৌল্লা সসৈন্যে বারাসত এ অবস্হান করেন।
1756 খ্রীষ্টাব্দ: হস্তিযূথের জলপানের জন্য হাতিপুকুর খোঁড়া হয়। 1757 খ্রীষ্টাব্দ: মীরজাফর ক্লাইভ কে যৌতুক দেন 24Th pgs,, বারাসত সহ।
1759 খ্রীষ্টাব্দ: ২৪ পরগনা নাম বিধিবদ্ধ হয়। 1760 খ্রীষ্টাব্দ: ভ্যানসিটার্ট সাহেব বারাসতে ভিলা তৈরী করেন।
1764 খ্রীষ্টাব্দ: মধুমুরলীতে অবস্হান কালে ল্যাম্বার্ট সাহেব বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। 1764 খ্রীষ্টাব্দ: ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ২৪ পরগনার প্রশাসনিক দায়িত্ব পায়। 1764 খ্রীষ্টাব্দ: বারাসত কে নদীয়া জেলার মধ্যে দেখান রেনেলের জরিপ পত্র।
1764-68 খ্রীষ্টাব্দ: মিসেস ল্যাম্বার্ট বারাসতে "বিবির হাট" (হাটখোলা) বসান। 1769 খ্রীষ্টাব্দ: জন প্রিন্সেপ বারাসতে নীল চাষ শুরু করেন। 177 3 খ্রীষ্টাব্দ: হেস্টিংস বারাসতে ভিলা তৈরী করেন। 1775 খ্রীষ্টাব্দ: বারাসতে বাড়ী তৈরী করেন কর্নেল চ্যাম্পিয়ান।
1780 খ্রীষ্টাব্দ: বারাসতে ঘোড়দৌড় মাঠ তৈরী হয় ও 1788 খ্রী: থেকে ঘোড়দৌড় চালু হয়। 1783 খ্রীষ্টব্দ: ডাক্ সাহেবের আমলে ক্যাডেট কলেজ তৈরী হয় বারাসতে। 1802 খ্রীষ্টাব্দ: ভ্যানসিটার্ট ভিলাতে লর্ড ওয়েলেসলি মিলিটারী কলেজ উদ্বোধন করেন।
1811 খ্রীষ্টব্দ: বারাসত থেকে সামরিক কলেজ ফোর্ট উইলিয়ামে চলে যায়। এখানে জেলখানা হয়। 1814 খ্রীষ্টাব্দ: বারসত কে জেলা ভেঙে সুবার্বন ডিস্ট্রিক্ট করা হয়। 1823 খ্রীষ্টাব্দ: বারাসত কে সদর শহর ঘোষণা করা হয়। 1824 খ্রীষ্টাব্দ: বারাসতের ব্যারাকপুরে সিপাহীরা অবাধ্যতা প্রকাশ করে। 1830 খ্রীষ্টাব্দ: বারাসতে ফরায়োজি আন্দোলন দানা বাধে।
1831 খীষ্টাব্দ: তিতুমীর বিদ্রোহ দমন করা হয়। 1833 খ্রীষ্টাব্দ: কালীনাথ মুন্সী রোড (টাকী রোড) তৈরী হয়। 1834 খ্রীষ্টাব্দ: বারাসত কে জেলার মর্যাদা দেওয়া হয়। জয়েন্ট ম্যাজিস্ট্রেসি চালু হয়।
1839 খ্রীষ্টাব্দ: প্রাণকৃষ্ণ মিত্রের বাসভবনে বারাসতে ইংরাজী শিক্ষা প্রসারের সিদ্ধান্ত হয়। 1843 খ্রীষ্টাব্দ: আচার্য প্যারীচরণ সরকার বারাসতে আসেন। 1846 খ্রীষ্টাব্দ: বারাসত জেলা স্কুল স্হাপিত হয়।
1846 সালে স্থাপিত হয় পশ্চিমবঙ্গের প্রথম বাঙ্গালীর তৈরি মেয়েদের স্কূল বারাসত কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয়, যার প্রথম ছাত্রী কুন্তিবলা (শ্রী নবীন কৃষ্ণ মিত্র-এর মেয়ে) কে পড়ানোর জন্য কলকাতা থেকে পায়ে হেটে আসতেন স্বয়ণ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর্, যিনি এই স্কূল এর প্রথম ইঁট টি গাঁথেন I তার-ই অনুপ্রেরনায় শ্রী কালীকৃষ্ণ মিত্র ও শ্রী নবীনকৃষ্ণ মিত্র এই স্কূল টি স্থাপন করেচ্ছিলেন I
1848 খ্রীষ্টাব্দ: কালীকৃষ্ণ দত্ত নিবাধই বালিকা বিদ্যালয় স্হাপন করেন। 1851 খ্রীষ্টাব্দ: বারাসত রাষ্ট্রীয় বিদ্যালয়ের নতুন ভবন উদঘাটন হয়। 1852 খ্রীষ্টাব্দ: হাটখোলায় বেসরকারী ভাবে বারাসত হাসপাতাল খোলা হয়।
1853 খ্রীষ্টাব্দ: ছোটো-জাগুলিয়ায় প্রথম মাসিক পত্র প্রকাশিত হয়। 1854 খ্রীষ্টব্দ: ভ্যানসিটার্ট ভিলার কাছে সরকারী হাসপাতাল হয়। 1857 খ্রীষ্টাব্দ: রামতনু লাহিড়ী উত্তরপাড়া থেকে বারাসত রাষ্ট্রীয় বিদ্যালয় আসেন। 1858 খ্রীষ্টাব্দ: চৌবেড়ের দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হয়।