Pages

Saturday, January 30, 2021

মোমবাতির আলোয় মুছে গেল বিভেদ, বারাসতে পথশিশুদের জন্য অভিনব উদ্যোগ

 সাম্য-বৈষম্য নিয়ে গলা ফাটানোর লোকের অভাব নেই। কিন্তু ভরপেট খাবার জোগাবে কে? তাই চায়ের দোকানের বিতর্কে কোনও আগ্রহই পায় না ওরা। বরং দু’বেলা দু’মুঠো ভাত জোগার করতেই দিন কেটে যায়। তবে রোজকার এই সংগ্রাম থেকে এক দিনের জন্য হলেও তা থেকে নিস্তার পেল বারাসতের পথশিশুরা। নেহাত ‘কাঙালিভোজন’ নয় বরং অতিথিরূপে তাঁদের আপ্যায়ন করলেন এক চিকিৎসক।


বারাসতের বাসিন্দা চিকিৎসক অরুণ গণের নিজের দুই সন্তান রাতুল এবং শ্রেষ্ঠার জন্মদিন পালন করতে বারাসত সমন্বয় পরিবারের দ্বারস্থ হয়েছিলেন। জানিয়েছিলেন পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে চান। সেই উপলক্ষে সঠিক অর্থেই সমন্বয়ের সাক্ষী থাকল বারাসত। মোমের আলোয় কেক কেটে, নাচ, গান, আবৃত্তি এবং খেলার মাধ্যমে শৈশব ফিরে পেল পথশিশুরা। ওই চিকিৎসক বলেন, ‘‘এই একটা দিন শিশুদের সঙ্গে থাকতে পেরে খুব ভাল লাগছে।’’



Source: AnandaBazar

Sunday, January 10, 2021

বারাসাত থেকে দার্জিলিং সচেতনতা যাত্রায় ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যদের মালদহে সংবর্ধনা

  স্বেচ্ছায় রক্তদান, ভয়াবহ থ্যালাসিমিয়া, পরিবেশদূষণ রোধে বারাসাত থেকে দার্জিলিং সচেতনতা যাত্রা ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। শনিবার  ৪০ জন মোটরসাইকেল আরোহীদের নিয়ে মালদা জেলার সাদর অভ্যর্থনা ও এল আই সি মোড়ে পথসভা করা হয়। উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স এবং সহযোগিতায় ভারত স্কাউটস্  অ্যান্ড গাইডস্।

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ  মন্ডল,  সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার  সম্পাদক সৌমিত্র সরকার,  ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানিজেশন বারাসত সম্পাদক সুজন শিকদার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদার সম্পাদক নিরঞ্জন প্রামানিক,  ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা  জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা,  মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক অশোক চক্রবর্তী ও সুশান্ত ব্যানার্জি প্রমূখ এবং মালদা জেলার ৩৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও আগত যাত্রীদের সাদর অভ্যর্থনা জানানো হয়।


Source: Newsbazar24